নওগাঁয় সচেতনতা বৃদ্ধির লক্ষে সেমিনার অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ৩৩ বার পড়া হয়েছে
‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নওগাঁয় সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজনে নওগাঁ সরকারি কলেজ অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল। এসময় নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ সামসুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈকত ইসলাম, নিরাপদ সড়ক চাই নওগাঁ জেলা শাখার সভাপতি রায়হান আলম, ট্রাফিক ইন্সপেক্টর আফজাল, বিআরটিএর সহকারী পরিচালক ফয়সাল হাসানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এর আগে সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সড়ক দুর্ঘটনার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে। এবং কিভাবে সমাধান করা যাবে তার চিত্র তুলে ধরেন।