নওগাঁয় শুকরিয়া মিছিল ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৪:২০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর রাণীনগরে স্বৈরশাসক শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার আনন্দে শুকরিয়া মিছিল এবং আন্দোলনে শহীদ হওয়া সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা ইবনে আব্বাসের নেতৃত্বে একটি শুকরিয়া মিছিল বের করে উপজেলা জামায়াত ইসলামী দলের নেতৃবৃন্দরা। পরে মিছিলটি রাণীনগর বাজারের চৌরাস্তা মোড়ে গিয়ে একটি শুকরিয়া সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পুনরায় বিএনপির মোড়ে এসে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থীসহ সকল মানুষের রুহের মাগফেরাত কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন মোস্তফা ইবনে আব্বাস। এসময় উপজেলা জামায়াতে ইসলামী শাখা ও তার অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্য মানুষরাও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। এসময় দেশের প্রতিটি মানুষের জান ও মালের দায়িত্ব গ্রহণ করে সকল প্রকারের সহিংসতা, হামলা, মারপিট, ভাঙচুর ও লুটপাটসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড থেকে সকলকে বিরত থাকার আহ্বান জানান উপজবা জামায়াতে ইসলামীর আমীর মোস্তফা ইবনে আব্বাস। তিনি বলেন পুলিশ বাহিনীসহ সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখেন দেশের কোন অরাজকতার সঙ্গে জামায়াতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠনের কোন নেতৃবৃন্দরা জড়িত ছিলো না। বরং তারা দেশের প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জানমালের নিরাপত্তা প্রদান করতে সহায়তা করেছে। তাই মহান সষ্টিকর্তা আল্লাহর এই উপহার দ্বিতীয়বার অর্জন করা স্বাধীনতাকে ইমানের শক্তির মাধ্যমে ধরে রাখার আহ্বান জানান তিনি।