নওগাঁয় শয়ন ঘড় থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৮:৫৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
নওগাঁর বদলগাছীতে আফরোজা (৬০) নামের এক মহিলার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর দুই টার দিকে শয়নকক্ষ থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে বদলগাছী থানা-পুলিশ। তিনি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের নয়নশহর গ্রামের আজাহার আলীর স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানান, আজাহার আলীর দুই ছেলে সন্তান আছে। বড় ছেলে এবং স্বামী সকালে খাবার খেয়ে কৃষি কাজের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে যায়। ছোট ছেলে প্রতিবন্ধী হওয়ায় বাহিরে খেলাধুলা করছিলো। সেই সুবাদে বাড়িতে একা ছিলো আফরোজা বেগম। স্থানীয়রা দুপুর নাগাদ সাড়াশব্দ না পেয়ে বাড়িতে গিয়ে শয়নকক্ষে গলাকাটা রক্তাক্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এদিকে এ ঘটনায় স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা তাঁকে গলা কেটে হত্যা করে থাকতে পারে। আবার কেউ কেউ বলছেন এর আগেও একবার আফরোজা আত্মহত্যার চেষ্টা করেছিলো। এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ +ওসি) মাহবুবুর রহমান জানান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এবিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে।