নওগাঁয় ভাসমান অবস্থায় এক অটো চালকের লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৩:৩৩:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার আত্রাই উপজেলায় গতকাল (৮ সেপ্টেম্বর) গত রবিবার উপজেলার সদুর টু বান্দাইখাড়া রোডের শুঁটকিগাছা স্লুইসগেটের নিকটবর্তী একটি পুকুরে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয় জনতা। খবর পেয়ে আত্রাই থানার পুলিশ সদস্যরা ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন লাশ টি দেখতে পেয়ে তারা থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। উপস্থিত জনতার মধ্যে কেউ তার পরিচয় নিশ্চিত না করতে পারায় লাশটি উদ্বার করে থানায় নিয়ে এসে ফিঙ্গার প্রিন্টের সাহায্য পরিচয় বের করতে সক্ষম হয়। নিহত অটো রিক্সা চালক নাটোর জেলার নলডাঙ্গা থানার, ঠাকুর লক্ষ্মী এলাকার মোঃ সোনাম উল্লাহ এর ছেলে জাহাঙ্গীর আলম। পুলিশ আরো জানান। এরপর নাটোর জেলার নলডাঙ্গা থানায় বিষয় টি জানানো হলে পরবর্তীতে উনারা নিশ্চিত করের মৃত জাহাঙ্গীর পেশায় অটো চালক। গতকাল ভাড়া মারার কথা বলে অটো নিয়ে বের হলেও আর বাড়ি ফিরেননি তিনি। নলডাঙ্গা থানার মাধ্যমে পরিবারে খবর দেওয়া হলে উনারা থানায় আসেন। আইনি পক্রিয়া শেষে আমরা পরিবারের কাছে লাশটি হস্তান্তর করি। হত্যার কারন সম্পর্কে জিঙ্গাসা করা হলে এসআই মোশাররফ জানান আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি কোন ছিনতাইকারী চক্র অটো বাইক ছিনতাই করে তার লাশটি এখানে ফেলে রেখে চলে গেছে।