নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্রদের বাঁধায় পণ্ড চেয়ারম্যান মেম্বরদের মানববন্ধন-আলোচনা সভা
- আপডেট সময় : ০৬:৪৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
নওগাঁর বদলগাছীতে বৈষম্যবিরোধী ছাত্রদের বাঁধায় পন্ড হয়ে গেলো চেয়ারম্যান মেম্বার ও মহিলা মেম্বার বহালের দাবীতে মানববন্ধন ও আলোচনা সভা। পরবর্তীতে উপজেলার সকল চেয়ারম্যান ও মেম্বারদের পক্ষথেকে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। গতকাল বৃহস্পতিবার ১৭ই অক্টোবর দুপুর পৌনে ১টার দিকে উপজেলা স্মৃতিসৌধের সামনে বদলগাছী উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান,মেম্বার ও মহিলা মেম্বারের বহালের দাবীতে সারাদেশের ন্যায় বদলগাছী ইউনিয়ন পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলার পাহাড়পুর ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, মিঠাপুর ইউপির চেয়ারম্যান ফিরোজ হোসেন, কোলা ইউপির চেয়ারম্যান শাহীনুর ইসলাম,আধাইপুর ইউপির চেয়ারম্যান একেএম রেজাউল করিম পল্টন, বালুভরা ইউপির চেয়ারম্যান এমরান হোসেন সহ সকল ইউপির মেম্বার ও মহিলা মেম্বার এবং উপজেলার সকল গণমাধ্যমকর্মীরা। মানববন্ধন শেষে আলোচনা সভায় বিভিন্ন ইউপির মেম্বার,মহিলা মেম্বার এবং ইউপি চেয়ারম্যানরা নিজেদের বহালের দাবীতে মতামত প্রকাশ করে। আলোচনা সভায় চেয়ারম্যানরা জনান গত ১২ই অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ চ্যানেল ২৪কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের সিটি কর্পোরেশন,পৌরসভা,উপজেলা পরিষদের ন্যায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,মেম্বারদের অপসারণ করার কথা জানান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,মেম্বারদের যদি অপসারণ করা হয় তাহলে জনসেবা ব্যহত হবে। সেই সাথে দেশের জনগন চরম ভোগান্তিতে পড়বে তাই মাননীয় স্থানীয় সরকারের উপদেষ্টা কাছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ না করার দাবী জানান।
চেয়ারম্যানেরা আরও জানান আমরা তৃণমূল পর্যায়ে জনগণের সাথে মিলেমিশে কাজ করি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ করলে তৃণমূল পর্যায়ের মানুষ সেবা থেকে বঞ্চিত হবে। গ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও জানান যারা ফ্যাসিবাদের দোসর, তারা পালিয়ে গেলেও আমরা জনগণের পাশে থেকে অন্তর্র্বতীকালীন সরকারের সমস্ত নির্দেশনা পালন করে যাচ্ছি। তাছাড়া যাচাই বাছাই করে জনবান্ধব জনপ্রতিনিধিদের বহাল রেখে নাগরিক সেবা নিশ্চিত করা হোক বলে অন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবী জানান। এমন বক্তব্যের সময় পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোরের হাত থেকে বৈষম্যবিরোধী ছাত্র পরিচয়ে বদলগাছী সদর ইউপির জিধিরপুর গ্রামের আজাহার আলীর ছেলে মোস্তাকিম (২৪) ও একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আতিক (২৩) এসে মাইক্রোফোন কেড়ে নিয়ে ১মিনিটের মধ্যে সভা বন্ধ করার নির্দেশ দেন। মোস্তাকিম আরও জানান ভোট চোর চেয়ারম্যান আপনারা, ভোট চুরি করে চেয়ারম্যান হয়েছেন এছাড়াও গণমাধ্যমকর্মীদের ব্যপারে বিরুপ মন্তব্য করে। এসময় চরম উত্তেজনা সৃষ্টি হয়। আলোচনা সভা শেষ না করেই উপজেলার সকল চেয়ারম্যান,মেম্বারা ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের বহাল রাখার দাবীতে স্মারকলিপি প্রদান করে। এ ব্যপারে নওগাঁ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সন্ময়ক ফজলে রাব্বি সাথে কথা হলে তিনি জানান স্বাধীন দেশে প্রত্যকে মানুষের মত প্রকাশের অধিকার সবার আছে। আমরা আর সমন্বয়কের পরিচয় বহন করি না। আমরা ছাত্র প্রতিনিধি হিসেবে কাজ করছি। স্বাধীন দেশে যে কোন মানুষ তার মত প্রকাশ করতে পারে। আমরা কোন ব্যক্তির দায়ভার বহন করবে না। এ ধরনের অপকর্মের দায়ভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ দায়ভার নেবে না। এছাড়াও নওগাঁ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাকিব ঘটনা শোনার পর বলেন, সবার স্বাধীন মত প্রকাশ করার অধিকার আছে। এ ব্যপারে কারও বাঁধা দেবার অধিকার নেই। এ ব্যপারে থানায় অভিযোগ দিতে বলেন। এ ব্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ শাহজাহান আলী বলেন, মানববন্ধনে অপ্রীতিকর ঘটনার ব্যপারে কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।