সংবাদ শিরোনাম ::
নওগাঁয় বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে দাফন
মো: শিমুল হাসান,( নওগাঁ) প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:৫৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ৯১ বার পড়া হয়েছে
- নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান এর রাষ্ট্রীয় মর্যাদার মাধ্যমে দাফন সম্পূর্ন হয়েছে। বুধবার দুপুর ২টার পর উপজেলার ভাগপারুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নওগাঁ পুলিশের একদল পুলিশের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পরে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থান গ্রামের বাড়ি হোসেনডাঙ্গায় দাফন সম্পূর্ন করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আব্দুল জব্বার, জেলা পরিষদের সদস্য ফজলে রাব্বি প্রমুখ। এ সময় সেখানে উপজেলার অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ সহ প্রায় ৫ শতাধিক জনগণ জানাযার নামাজে উপস্থিত ছিলেন। রোববার বিকাল ৫.১০ মিনিটে নিজ বাসস্থান সোমবার দিবাগত রাত নয়টার দিকে নিজ গ্রামে তিনি ইন্তেকাল করেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।