সংবাদ শিরোনাম ::
নওগাঁয় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক সেবীর কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত
শিমুল হাসান,( নওগাঁ) প্রতিনিধি :
- আপডেট সময় : ১২:০১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য অধিদপ্তর নওগাঁ অফিসের একটি বিশেষ টিম দুই মাদক সেবীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার চকশ্যামরা গ্রামের আব্দুর রহমানে ছেলে কামাল (৪৮) ও শ্রীরামপুর উত্তর পাড়ার ওয়াসিম আলীর ছেলে আল মামুন (৪৪)।
পরে এদের মধ্যে কামালকে গাঁজা সেবনের দায়ে উপজেলা নির্বাহী অফিসার লায়লা আন্জুমান বানু তাকে১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অনাদায়ে আরও ২ দিনের কারাডন্ড প্রদান করেন।
অন্য দিকে একই অভিযোগে আল মামুনকে সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান লুনা তাকে ৫ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
প্রসিকিউশন প্রদান করেন আব্দুল্লা হিল বাকী উপ পরিদর্শক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নওগাঁ।