নওগাঁয় বিএনপি অফিসে ভাংচুর ও অগ্নিকান্ডের ঘটনায় থানায় মামলা
- আপডেট সময় : ০৬:১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ৩৭ বার পড়া হয়েছে
নওগাঁর রাণীনগরে থানা বিএনপির কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। রানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাণীনগর উপজেলা আওয়ামী লীগ সদস্য রাহিদ সরদার, নওগাঁ জেলা পরিষদের সদস্য রাণীনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনসহ ৫৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে সোমবার দুপুরে রাণীনগর থানায় এই মামলা করা হয়েছে। রাণীনগর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশারব হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গত শনিবার দিবাগত রাতে রাণীনগর উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) থানা কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে অফিসে থাকা আসবাবপত্র আগুনে পুড়ে যায়। রাণীনগর থানা বিএনপির আহ্বায়ক মোশারব হোসেন জানান বর্তমানে দেশে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। তারই ধারাবাহিকতায় রাণীনগর উপজেলাতেও দলমতনির্বিশেষে একটি শান্তিপূর্ণ পরিবেশে আমরা সবাই বসবাস করছি। এই শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করতেই আওয়ামী লীগের নেতা-কর্মীরা আগুন দিয়েছে। রাণীনগর থানার ওসি (তদন্ত) মেহেদী মাসুদ জানান ‘বিএনপির দলীয় কার্যালয়টি পুড়িয়ে দেওয়ার ঘটনায় সোমবার দুপুরে থানায় মামলা হয়েছে। খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।