নওগাঁয় বজ্রপাতে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু
- আপডেট সময় : ০৩:৩৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ২৬ বার পড়া হয়েছে
নওগাঁয় বজ্রপাতে নয়ন কুমার (২০) নামে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় তার বাবা ভবেশ চন্দ্র (৫০) গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত নয়ন কুমার নওগাঁর মহাদেবপুর উপজেলার খাজুর ইউপির মধুবন গ্রামের ভবেশ চন্দ্রের ছেলে ও নওগাঁ সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। স্থানীয়রা জানান, এদিন সকালে বাড়ির অদূরে কৃষি জমি থেকে বাবার সাথে লাল শাক তুলতে যায় নয়ন। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে শাক বাড়িতে রেখে বাবাকে নিতে মাঠে যায়। সে সময় হটাৎ বজ্রপাত ঘটলে জ্ঞান হারিয়ে দু জনেই মাঠের মধ্যে পড়ে থাকে। খবর পেয়ে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নয়ন কুমারকে মৃত ঘোষণা করেন এবং বাবা ভবেশ চন্দ্রকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন। ওসি আরো জানান আইনি প্রক্রিয়া শেষে কলেজ শিক্ষার্থীর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।