নওগাঁয় বঙ্গবন্ধু সৈনিক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:২৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে
সারা বাংলাদেশে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে সাংগঠনিক সফরে জেলা সৈনিক লীগের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত করা হয়েছে। আজ শনিবার(২৯ জুন ) দুপুরে শহরের মল্লিকা ইন হোটেলের অভ্যর্থনা কক্ষে এই সভার আয়োজন করা হয়। এ সময় জেলা সৈনিক লীগের সভাপতি লতিফুল আলম তোতার সভাপতিত্বে রফিকুল ইসলাম টিপুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, রাজশাহী,রংপুর ও ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এ্যাডঃ এস, এম, জাকির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি-জামায়াতসহ একটি কুচক্রি মহল বার বার আওয়ামী লীগকে নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে। তারা চায় না আওয়ামী লীগ সরকার দেশ ও দেশের মানুষের সেবা করুক। কিন্তু তারা জানে না যে, শেখ হাসিনা নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য রাজনীতি করেন না, তিনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করেন না। শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে রাজনীতি করেন। দেশের উন্নয়নের জন্য রাজনীতি করেন। তাই সেখ হাসিনাকে কোন ষড়যন্ত্র করে থামানো যাবেনা। তিনি আরো বলেন, জুন মাস আমাদের লড়াই সংগ্রামের মাস। ২০২২ সালে জাতীয় সম্মেলনের মধ্যে দিয়ে ঐক্যবধ্য হয়েছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। অন্যান্য আওয়ামী সংগঠনের মতো বঙ্গবন্ধু সৈনিক লীগও আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে কাজ করে তাই প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা দলের জন্য সক্রিয়ভাকে কাজ করবেন। যদি কেউ দলের বাহিরে কাজ করেন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। স্থানীয় নেতা ও কর্মীরা কিছু দাবি জানালে তিনি তা অচিরেই সমাধান করে দেবার আশ্বাসও দেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ-সভাপতি খলিলুর রহমান মিলন,যুগ্ম সম্পাদক নিভা আক্তার, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, আহসান আব্দুর রউফ স্বপন,গোলাম শারোয়ার সুমন,আবু নাহিদ,আব্দুল মতিন,এসাহক আলী,আহাদ আলী লিটনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।