নওগাঁয় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত
- আপডেট সময় : ১১:০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে ছাগলে গাছ খাওয়ার মিথ্যা অভিযোগে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ ৩ জন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে ভর্তি থাকার সুযোগে রাতে আঁধারে প্রতিপক্ষের লোকজন তাদের ২ বিঘা জমির আমের বাগান কেটে ফেলে। ওই বাগানে ফলন্ত প্রায় ২৫০টি আমের গাছ ছিল। হামলার এ ঘটনাটি ঘটেছে সোমবার (৫ আগষ্ট) বিকেলে উপজেলার সারতা পশ্চিমপাড়া গ্রামে। স্থানীয়রা জানান, এদিন বিকেলে বাড়ির পাশের মসজিদে নামাজ পড়ে আলহাজ্ব আলতাফ আলী দেওয়ান (৬২) বাড়ির খলিয়ানে পৌঁছালে ছাগলে গাছ খাওয়ার অভিযোগ তুলে একই গ্রামের মৃত আ: আজিজ দেওয়ানের ছেলে ইউনুসার রহমান ও ইদ্রিস আলী, মৃত রইচ উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন, মৃত নফর আলীর ছেলে মোজাম্মেল হক ও আ: রাজ্জাক, মৃত নছিব দেওয়ানের ছেলে জিল্লুর রহমান, মোজাম্মেল হকের ছেলে মোরশেদ হাতে বাঁশের লাঠি, রামদা, হাসুয়া, সুলপিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলতাব হোসেনের উপর হামলা চালিয়ে এলোপাথারী মারপিট করতে থাকে। এতে তার বাম হাত ভেঙে যায় ও হাসুয়া দিয়ে মাথায় আঘাতের ফলে মাথা কেটে রক্তাত্ব জখম হন। এসময় আলতাব হোসেনের ছেলে কাওছার আহমেদ ও আল হেলাল এগিয়ে এলে তাদেরকেও বেধড়ক মারপিট করে রক্তাত্ব জখম করে। আলহাজ্ব আলতাব হোসেন সারতা পশ্চিমপাড়া গ্রামের মৃত ইউসুফ আলী দেওয়ানের ছেলে। পরে স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। এ ঘটনার পর ওইদিন রাতেই দুর্বৃত্তরা আলহাজ্ব আলতাব হোসেনের ২ বিঘা জমির আম বাগানের ২৫০ টি আমগাছ কেটে ফেলে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। এ ঘটনায় মহাদেবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।