নওগাঁয় পটলের ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহে উদ্ধার
- আপডেট সময় : ০৭:৪৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
নওগাঁ জেলার বদলগাছী উপজেলা পটল ক্ষেতের পাশ থেকে ফয়জুল (৫০) নামে এক গুড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছেম পুলিশ। আজ বৃহস্পতিবার ( ৫ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার খলসি গ্রামের ওই পটল ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফয়জুল উপজেলার বালুভরা ইউপির ঢেকরা গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে। এবং গুড় ব্যবসায়ী ছিলেন।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান বৃহস্পতিবার সকালে ওই এলাকার একজন কৃষক পটল ক্ষেত পরিচর্যার জন্য আসে। এরপর পাশের জমিতে ফয়জুলের মরদেহ দেখতে পায়। বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার ৪ই সেপ্টেম্বর সন্ধ্যা আনু সাড়ে ৮টার দিকে খলসি মোড়ে চা নাস্তা করে ব্যবসায়ী ফয়জুল এবং চা খেয়ে বাড়ির দিকে রওনা দেয়। আজ সকালে তার লাশ পাওয়া গিয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।