ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝায় ট্রাক অল্পের জন্য রক্ষা পায় দুই শিশু

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে

 

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই একটি ট্রাক সড়কের পাশে খাদে উল্টে গেলে তাতে চাপা পড়ে দুই শিশু। সংবাদ পেয়ে ছুটে আসেন নাচোল উপজেলা ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টায় উল্টে যাওয়া ট্রাকের নিচে মাটি কেটে শিশু দুটিকে উদ্ধার করে আনেন তারা। এরপর তাদের নিয়ে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশু দুজনই সুস্থ আছে বলে জানান, নাচোল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমদাদুল হক। সন্ধ্যার পূর্বে নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের নাচোল-আড্ডা সড়কের টগরইল গ্রামে এ ঘটনা ঘটে। বেঁচে যাওয়া শিশুরা হলো, টগরইল গ্রামের সুমনের ছেলে হিমেল (১০) ও রুহুল আমীনের ছেলে আসাদুল (০৮)। প্রত্যক্ষদর্শীরা জানায়, টগরইল গ্রামের ওই ঘটনাস্থলে একই বয়সী শিশু দুটি একটি দোকানের বেঞ্চে বসে খেলা করছিল। এমন সময় নাচোলের দিক থেকে আসা ধান বোঝায় একটি ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থিত দোকান ঘর ভেঙ্গে ঢুকে পড়ে এবং দোকানে সামনে বাঁশের মাচাং এ বসে থাকা শিশুদের চাপা দিয়ে পাশের খাদে উল্টে যায়। এমন ঘটনায় স্থানীয়রা ছুটে এসে দেখতে পান শিশু দুটির বুক থেকে পায়ের অংশ চাপা পড়ে রয়েছে ট্রাকের নিচে। শুধু মাথা দেখা যাচ্ছিল তাদের। এমন পরিস্থিতিতে খবর দেন ফায়ার সার্ভিসকে। পরে ফায়ারসার্ভিস কর্মীরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে শিশুদের উদ্ধার করেন। এসময় সড়কের উভয় পাশে সৃষ্টি হয় বিশাল যানজটের। পরে নাচোল ও নিয়ামতপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক করেন। নিয়ামতপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ আল মাহমুদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। উদ্ধারকৃত শিশুরা সুস্থ বর্তমানে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ads

নওগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝায় ট্রাক অল্পের জন্য রক্ষা পায় দুই শিশু

আপডেট সময় : ১২:০৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪

 

নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই একটি ট্রাক সড়কের পাশে খাদে উল্টে গেলে তাতে চাপা পড়ে দুই শিশু। সংবাদ পেয়ে ছুটে আসেন নাচোল উপজেলা ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। দীর্ঘ এক ঘণ্টার প্রচেষ্টায় উল্টে যাওয়া ট্রাকের নিচে মাটি কেটে শিশু দুটিকে উদ্ধার করে আনেন তারা। এরপর তাদের নিয়ে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশু দুজনই সুস্থ আছে বলে জানান, নাচোল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এমদাদুল হক। সন্ধ্যার পূর্বে নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের নাচোল-আড্ডা সড়কের টগরইল গ্রামে এ ঘটনা ঘটে। বেঁচে যাওয়া শিশুরা হলো, টগরইল গ্রামের সুমনের ছেলে হিমেল (১০) ও রুহুল আমীনের ছেলে আসাদুল (০৮)। প্রত্যক্ষদর্শীরা জানায়, টগরইল গ্রামের ওই ঘটনাস্থলে একই বয়সী শিশু দুটি একটি দোকানের বেঞ্চে বসে খেলা করছিল। এমন সময় নাচোলের দিক থেকে আসা ধান বোঝায় একটি ট্রাক আরেকটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে অবস্থিত দোকান ঘর ভেঙ্গে ঢুকে পড়ে এবং দোকানে সামনে বাঁশের মাচাং এ বসে থাকা শিশুদের চাপা দিয়ে পাশের খাদে উল্টে যায়। এমন ঘটনায় স্থানীয়রা ছুটে এসে দেখতে পান শিশু দুটির বুক থেকে পায়ের অংশ চাপা পড়ে রয়েছে ট্রাকের নিচে। শুধু মাথা দেখা যাচ্ছিল তাদের। এমন পরিস্থিতিতে খবর দেন ফায়ার সার্ভিসকে। পরে ফায়ারসার্ভিস কর্মীরা এসে প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে শিশুদের উদ্ধার করেন। এসময় সড়কের উভয় পাশে সৃষ্টি হয় বিশাল যানজটের। পরে নাচোল ও নিয়ামতপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক করেন। নিয়ামতপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ আল মাহমুদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। উদ্ধারকৃত শিশুরা সুস্থ বর্তমানে রয়েছেন।