নওগাঁয় নাশকতা মামলায় দুই জন কে গ্রেফতার করেছেন থানা পুলিশ
- আপডেট সময় : ০৫:১৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
নওগাঁর রাণীনগরে নাশকতা মামলায় ইউনিয়ন আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পারইল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি জিল্লুর রহমান (৪৫) ও নিষিদ্ধ ছাত্রলীগের কাশিমপুর ইউনিয়ন কমিটির সহ-সভাপতি সাগর হোসেন (৩৩)। পুলিশ জানায়, গত ২৪ আগষ্ট উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৬ আগষ্ট রাণীনগর থানায় নাশকতা মামলা দায়ের হয়। ওই মামলায় জিল্লুর রহমান ও সাগর হোসেন তদন্তপ্রাপ্ত আসামি। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেপ্তার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো: তারিকুল ইসলাম জানান। গ্রেপ্তারকৃত দুইজনকে আজ রবিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান উক্ত মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।