নওগাঁয় চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্প কর্তৃক (১০ ই মে) শুক্রবার ২০২৪ ইং সকাল ৭ ঘটিকার সময় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন উত্তর কাষ্টগাড়ী এলাকা হতে ১৬ লিটার চোলাই মদসহ মাদক ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেন র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন,জয়পুরহাট জেলার কদমগাছী এলাকার মো: সবির উদ্দিন মন্ডলের ছেলে মোঃ হারুনুর রশিদ (৩০) অপর গ্রেফতারকৃত আসামি নওগাঁ জেলার বদলগাছি থানার মো: রকিব শাহ্ এর ছেলে, মোঃ রায়হান হোসেন (২২), জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী হারুন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে চোলাই মদ সংগ্রহ করে রায়হান এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায়
খুচরা ও পাইকারী বিক্রি করতো।
এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অদ্য ১০-০৫-২০২৪ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদেরকে চোলাই মদ ক্রয়-বিক্রয়ের সময় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন উত্তর কাষ্টগাড়ী এলাকা থেকে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল আটক করে।
পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামীদের দখলে থাকা মোটর সাইকেলে রক্ষিত প্লাস্টিকের জারিকেন তল্লাশি করলে প্লাসিকের জারিকেন এ রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ১৬ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে।