নওগাঁয় কৃষকের মাঝে দুটি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করলেন — সাংসদ সদস্য
- আপডেট সময় : ১১:১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ১২০ বার পড়া হয়েছে
নওগাঁর বদলগাছী উপজেলায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০%ভর্তুকী মূল্যে ও কৃষিই সমৃদ্ধির লক্ষে দুই কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৯ মে) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বক্তব্য রাখের, ৪৮, নওগাঁ-৩ এর সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী।
বিশেষ অতিথি ছিলেন, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু, নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান, থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান, সদর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, নব নির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিনা বেগম ও ভাইস চেয়ারম্যান রিজুয়ান হোসেন প্রমুখ। অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান।
বক্তব্য শেষে পরিষদ চত্বরে বদলগাছী সদর ইউনিয়নের পূর্বখাপুর এলাকার ছামিউল আলম ও আধাইপুর ইউনিয়নের মুক্তিনগর গ্রামের গৌর চন্দ্র বর্মন এর হাতে মেশিন দুটি হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী।
জানাযায়, বাংলা মার্ক কোম্পানি লিমিটেডের প্রস্তুতকৃত কম্বাইন হারভেস্টার মেশিনের ক্রয়কৃত মূল্য ৩২ লাখ টাকা। সরকার ৫০ শতাংশ ভর্তুকি দেয়ায় কৃষক এ মেশিনটি ৫০% মূল্য নির্ধারণ করে প্রতিটি মেশিন ১৬ লাখ ৫০ হাজার টাকায় ক্রয় করতে পেরেছেন এবং এই ১৬ লাখ ৫০ হাজার টাকা ১ বছরের কিস্তিতে পরিশোধ করার সুযোগও পেয়েছেন ক্রয়কৃত ব্যক্তিরা।