নওগাঁয় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ
- আপডেট সময় : ০৪:২১:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
নওগাঁর বদলগাছীতে খরিপ মৌসুমে রোপা আমন (উফশী) জাতের ধান বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ করেন নওগাঁ -৩ (মহাদেবপুর – বদলগাছী) আসনের সাংসদ সৌরেন্দ নাথ চক্রবর্তী। সোমবার দুপুরে নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাংসদের সহধর্মিনী রক্তিমা চৌধুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবাস ফারহান। পরে ২০২৩-২৪ অর্থ বছরের ১ হাজার ৪১০ জন কৃষককে খরিপ মৌসুমে রোপা আমন (উফশী) জাতের ধান বীজ ৫ কেজি এবং ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি সার বিনামুল্যে বিতরণ করা হয়েছে। এর পরে শিক্ষা উপবৃত্তি ও দুস্থদের মাঝে ৪৫ টি চেকের সেলাই মেশিন ও ঢেউটিন বিতরন করা হয়।