নওগাঁয় অস্ত্রের মুখে জিম্মি করে খামার থেকে নিয়ে গেল ৭টি গরু
- আপডেট সময় : ০৬:৫৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
নওগাঁর রাণীনগরে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে খামার থেকে বিদেশী জাতের ৭টি গরু নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তারা সিরাজুল ইসলাম নামের খামারীকে ঘুম থেকে ডেকে তুলে হাত-পা বেঁধে অস্ত্রের মুুখে জিম্মি করে গুরুগুলো নিয়ে যায়। আজ বুধবার (৬ নভেম্বর) ভোর রাত আড়াই টায় উপজেলা সদরের বিষ্ণপুর (ছোটপুল রেল গেটের দক্ষিণ পাশে) রেললাইন সংলগ্ন বরবড়িয়া এলাকায় সিরাজুল ইসলামের খামারে ঘটনাটি ঘটে। ভুক্তভোগীর অভিযোগ ৮-১০ জনের একটি চোরের দল খামার থেকে ১০ লক্ষাধিক টাকা মূল্যের ৭টি গরু চুরি করে নিয়ে গেছে। এঘটনায় ভূক্তভোগী সিরাজুলের ছেলে আব্দুস সালাম (২৬) বাদি হয়ে রাণীনগর থানায় একটি অভিযোগ দিয়েছেন।
এই ঘটনার পর থেকে উক্ত এলাকায় মানুষের মাঝে চুরি আতঙ্ক বিরাজ করছে। কেউ কেউ এটাকে একপ্রকার ডাকাতি বলে মন্তব্য করছেন। ফলে ভীতিকর পরিবেশের সৃষ্টি হয়ে গেছে। তাই উপজেলা জুড়ে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার আগেই থানা পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন এলাকাবাসী।
খামারের মালিক সিরাজুল ইসলাম জানান, দীর্ঘদিন যাবত ওই খামারে গরু লালন পালন করে আসছিলাম। খামারে ছোট-বড় মিলে ৮টি বিদেশী জাতের গরু ছিল। মঙ্গলবার রাতে গরুগুলোকে খাবার দিয়ে খামারের পাশের ঘরে ঘুমিয়ে পরি। রাত আনুমানিক ২টার দিকে থানা পুলিশের পরিচয়ে আমাকে ঘুম থেকে ডেকে তুলেন। পুলিশ পরিচয় দেওয়ার কারণে আমি দরজা খুলে দিই। কিন্তু কিছু বোঝার আগেই দরজা খোলা মাত্রই তিনজন মিলে আমাকে ঘরের মেঝেতে ফেলে দড়ি-গামছা দিয়ে চোখ, মুখ ও হাত-পা বেঁধে অস্ত্র পিস্তল ও ছুরির মুখে জিম্মি করেন। এরপর চোরের দলেরা আমার খামারের দড়জা খুলে খামার থেকে বিদেশী জাতের বড় তিনটি গাভী ও ৪টি বাছুর চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় আমরা বুধবার সকালে রাণীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগকারী আব্দুস সালাম জানান, রাণীনগর রেলসংলগ্ন বড়বড়িয়া গ্রামের রাস্তা পাশে আমাদের একটি গরুর খামার আছে। ওই খামারে আটটি গরু ছিল। প্রতিদিন খামারটি আমি ও আমার বাবা দেখাশোনা করতাম। খামার থেকে আমাদের বাড়ি একটু দুরে হওয়ায় প্রায় প্রতি দিন বাবাকে রেখে আমি সন্ধ্যার দিকে বাড়িতে চলে আসি। কিন্তু সকালে গিয়ে জানতে পারি আমার বাবাকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে খামার থেকে ৪টি বাছুর ও ৩টি গাভী কে বা কাহারা চুরি করে নিয়ে যায়। এতে আমরাসহ স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ি। আমরা দ্রুত গরুগুলো উদ্ধারের জন্য পুলিশের সুদৃষ্টি কামনা করছি। এই বিষয়ে
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তারিকুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর থেকে ঘটনার সত্যতা যাচাই এবং গরুগুলো উদ্ধারের চেষ্টা চলছে।