ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদমদীঘিতে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বাস্তবায়নে সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত আদমদীঘি বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক জেলা পরিষদ সদস্য জাহিদুল বারীর ইন্তেকাল আদমদীঘিতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ ওয়াইডব্লিউসিএ- এর আয়োজনে “রাইজ আপ” প্রকল্পের এ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত স্বাধীনতা বিরোধী শক্তি আর ফ্যাসিবাদী সহযোগীর মিলনে গণতন্ত্র পুরিপুষ্ট হবে না- শামসুজ্জামান দুদু আদমদিঘীতে জেঁকে বসেছে শীত কাহিল হয়ে পরেছে ছিন্নমূলসহ সববয়সী মানুষ আদমদীঘিতে গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ক্ষমতায় গেলে ১২ মাস কৃষকের মুখে হাসি থাকবে -হাসান জাফির তুহিন আজ ”আরুশ”এর জন্মদিন আদমদীঘিতে ৬ মাদক সেবনকারীর কারাদণ্ড ও অর্থদণ্ড

নওগাঁতে নতুন করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক ক্রিকেট ফোরাম কমিটি গঠন

খোরশেদ আলম নওগাঁ
  • আপডেট সময় : ০১:১২:০২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ২৬৬ বার পড়া হয়েছে

নওগাঁ একটা স্হানীয় হোটেল আয়জনের হল রুমে গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নওগাঁর সাবেক ও বর্তমান ক্রিকেট খেলোয়ারদের নিয়ে একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আলোচনা শেষে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ও ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়। এই আলোচনা চলে সন্ধা ৬,৩০ মিঃ হতে রাত ৮,৩০ মিঃ পর্যন্ত।আলোচনা শেষে নৈশভোজের ব্যাবস্হা ও ছিল। আলোচনানায় অংশ গ্রহন করেন নওগাঁ জেলার সাবেক ও বর্তমান খেলোয়াড় গন।এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক ক্রিকেট খেলোয়াড় ও নওগাঁ জেলার প্রধান হিসাব রক্ষক অফিসার খান মোঃমাজাহারু ইসলাম, বিসিবির বর্তমান কোচ,মোঃসেলিম হোসেন সাবু,মীর আহম্মেদ আলী টুকু,প্রমূখ। সভা পরিচালনা করেন,সাবেক ক্রিকেটার মোঃরুহুল কুদ্দুস পলাশ।এসময় নওগাঁর সোনালী ইতিহাস তুলে ধরেন,বিনা প্রশিক্ষনে নওগাঁ জেলা থেকে ৭ জন খেলোয়াড় রাজশাহী বিভাগীয় টিমে খেলার সুযোগ পায়।সেই সময় খেলোয়াড়দের জন্য খেলার তেমন কোন সামগ্রী ছিল না। আজ প্রায় ১১ বৎসর গত হতে চলছে নওগাঁতে কোন ক্রিকেট টুর্ণামেন্ট হয় নাই। এটা আমাদের জন্য বড় লজ্জা জনক।উপস্থাপক পলাশ বলেন উনুর্ধ ১৮, তারা ডিভিশন পর্যায়ে ভালো খেলেছে, আমরা নওগাঁ ক্রিকেট ফোরামের পক্ষে তাদের সম্মর্ধনা দেওয়া হবে। এই সম্মর্ধনা ও সন্মননা দেখে আরও নতুন খেলোয়াড় যেন নওগাঁতে তৈরি হয়।এই সংগঠনে কোন রাজনৈতিক গন্ধ থাকবে না এটা হবে শুধু ক্রিকেট খেলোয়াড়দের সংগঠন এবং আমরা একটা ফান্ড তৈরি করবো আগামী দিনে যদি কোন খেলোয়াড় কোন চিকিৎসা বা অর্থনৈতিক সমস্যায় ভোগে আমরা এই ফান্ড থেকে সহযোগিতা করবো। আলোচনা শেষে, সর্বসন্মতি ক্রমে ৭ সদস্য বিশিষ্ট একটা আহবায়ক কমিটি ও ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়।বক্তব্যে সঞ্চালক পলাশ আরও বলেন আজ যদি কমিটি তৈরি না হয় কয়েক দিন পরে আস্তে আস্তে মানুষ হারিয়ে যাবে, আর কোন খেলোয়াড় খুঁজে পাওয়া যাবে না এবং আমাদের একটা অর্থনৈনিক ফান্ড তৈরি করতে হবে। সাবেক ক্রিকেটার নয়ন আহবায়ক কমিটির নাম প্রকাশ করেন এবং হল রুমে উপস্থিত সকল খেলোয়াড়দের সর্মথনে আহবায়ক কমিটি গঠিত হয়।আহবায়কঃসাহাতাব আলী,সদস্য সচিব মোঃরুহুল কুদ্দুস পলাশ,সদস্য মোঃজিল্লুর রহমান,মেহেদী হাসান শাওন,দেওয়ান রোকনুজ্জামান সুমন,জুলহাস অর রশিদ অপু,রাহুল সরদার শাওন এবং উপদেষ্টা মন্ডলীর তিনজন সদস্য হলেন।মীর আহম্মেদ আলী টুটু,শাকিল আনছারী,এ,জে,মাহমুদ মুন। শেষে নবনির্বাচিত আহবায়ক সাহতাব আলী ও সদস্য সচিব রুহুল কুদ্দুস পলাশ সকল সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সদস্য গনের প্রতি কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জ্ঞাপন করে সভা শেষে নৈশভোজের ব্যাবস্হা করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ads

নওগাঁতে নতুন করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক ক্রিকেট ফোরাম কমিটি গঠন

আপডেট সময় : ০১:১২:০২ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

নওগাঁ একটা স্হানীয় হোটেল আয়জনের হল রুমে গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নওগাঁর সাবেক ও বর্তমান ক্রিকেট খেলোয়ারদের নিয়ে একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আলোচনা শেষে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ও ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়। এই আলোচনা চলে সন্ধা ৬,৩০ মিঃ হতে রাত ৮,৩০ মিঃ পর্যন্ত।আলোচনা শেষে নৈশভোজের ব্যাবস্হা ও ছিল। আলোচনানায় অংশ গ্রহন করেন নওগাঁ জেলার সাবেক ও বর্তমান খেলোয়াড় গন।এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক ক্রিকেট খেলোয়াড় ও নওগাঁ জেলার প্রধান হিসাব রক্ষক অফিসার খান মোঃমাজাহারু ইসলাম, বিসিবির বর্তমান কোচ,মোঃসেলিম হোসেন সাবু,মীর আহম্মেদ আলী টুকু,প্রমূখ। সভা পরিচালনা করেন,সাবেক ক্রিকেটার মোঃরুহুল কুদ্দুস পলাশ।এসময় নওগাঁর সোনালী ইতিহাস তুলে ধরেন,বিনা প্রশিক্ষনে নওগাঁ জেলা থেকে ৭ জন খেলোয়াড় রাজশাহী বিভাগীয় টিমে খেলার সুযোগ পায়।সেই সময় খেলোয়াড়দের জন্য খেলার তেমন কোন সামগ্রী ছিল না। আজ প্রায় ১১ বৎসর গত হতে চলছে নওগাঁতে কোন ক্রিকেট টুর্ণামেন্ট হয় নাই। এটা আমাদের জন্য বড় লজ্জা জনক।উপস্থাপক পলাশ বলেন উনুর্ধ ১৮, তারা ডিভিশন পর্যায়ে ভালো খেলেছে, আমরা নওগাঁ ক্রিকেট ফোরামের পক্ষে তাদের সম্মর্ধনা দেওয়া হবে। এই সম্মর্ধনা ও সন্মননা দেখে আরও নতুন খেলোয়াড় যেন নওগাঁতে তৈরি হয়।এই সংগঠনে কোন রাজনৈতিক গন্ধ থাকবে না এটা হবে শুধু ক্রিকেট খেলোয়াড়দের সংগঠন এবং আমরা একটা ফান্ড তৈরি করবো আগামী দিনে যদি কোন খেলোয়াড় কোন চিকিৎসা বা অর্থনৈতিক সমস্যায় ভোগে আমরা এই ফান্ড থেকে সহযোগিতা করবো। আলোচনা শেষে, সর্বসন্মতি ক্রমে ৭ সদস্য বিশিষ্ট একটা আহবায়ক কমিটি ও ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠিত হয়।বক্তব্যে সঞ্চালক পলাশ আরও বলেন আজ যদি কমিটি তৈরি না হয় কয়েক দিন পরে আস্তে আস্তে মানুষ হারিয়ে যাবে, আর কোন খেলোয়াড় খুঁজে পাওয়া যাবে না এবং আমাদের একটা অর্থনৈনিক ফান্ড তৈরি করতে হবে। সাবেক ক্রিকেটার নয়ন আহবায়ক কমিটির নাম প্রকাশ করেন এবং হল রুমে উপস্থিত সকল খেলোয়াড়দের সর্মথনে আহবায়ক কমিটি গঠিত হয়।আহবায়কঃসাহাতাব আলী,সদস্য সচিব মোঃরুহুল কুদ্দুস পলাশ,সদস্য মোঃজিল্লুর রহমান,মেহেদী হাসান শাওন,দেওয়ান রোকনুজ্জামান সুমন,জুলহাস অর রশিদ অপু,রাহুল সরদার শাওন এবং উপদেষ্টা মন্ডলীর তিনজন সদস্য হলেন।মীর আহম্মেদ আলী টুটু,শাকিল আনছারী,এ,জে,মাহমুদ মুন। শেষে নবনির্বাচিত আহবায়ক সাহতাব আলী ও সদস্য সচিব রুহুল কুদ্দুস পলাশ সকল সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সদস্য গনের প্রতি কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জ্ঞাপন করে সভা শেষে নৈশভোজের ব্যাবস্হা করেন।