ধুনট থিয়েটারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ২৬৬ বার পড়া হয়েছে
সুমন হোসেন, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ায় ধুনট থিয়েটারের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৮ মার্চ উপজেলা শহরের আওয়ামী লীগ সভাপতির বাসভবনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি,আই,এম নুরুন্নবী তারিকের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু।
ধুনট থিয়েটারের সাধারণ সম্পাদক আয়নাল হকের সঞ্চালনায় ইফতার মাহফিলে আরও ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক খান, সহকারি কমিশনার (ভূমি) নুরুল আমীন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মনিরুল সাজ রিজন, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান, তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, বগুড়া মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি শিল্পী রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতির সহধর্মিণী মুর্শিদা জাহান সহ ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, ধুনট থিয়েটারের কলাকৌশলী ও ধুনট উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।