ধুনটে সানসাইন ইন্টারন্যাশনাল স্কুলে অভিনেতা ফারুক
- আপডেট সময় : ০৬:৪৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
বগুড়ার ধুনট উপজেলার সানসাইন ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম ক্যাম্পাসের চতুর্থ বর্ষপূর্তী এবং দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২২নভেম্বর) বিকেল ৫টায় ধুনট পৌর শিশু পার্ক চত্বরে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ।
সানসাইন ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক লেখক ও সাংবাদিক হাবিবুল্লাহ সিদ্দিকী অপূর্ণ রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ ও ধুনট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রফিকুল আলম।
সাংবাদিক জাহিদুল ইসলাম ও লুবনা ফারহানা মিতৌশীর সঞ্চলনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সানসাইন ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী পরিচালক তানিয়া রহমান, অধ্যক্ষ সোহরাব আলী, মনজুর রহমান ও মাসুদ টেলিকমের পরিচালক মাসুদ রানা।
এদিকে জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ ধুনটে আসায় উচ্ছাসিত হয়ে পড়ে তার ভক্তরা। ছোট পর্দার এই অভিনেতাকে এক নজর দেখতে এবং হাত মেলানোর জন্য ভক্তরা তার কাছে দৌড়ে আসেন। যে যার মতো অভিনেতার সঙ্গে সেলফিও তুলেছেন। এসব কারনে ভিড় সামলাতেই রীতিমতো হিমশিম খেতে হয়েছে আয়োজকদের। তারপরও কোন বিরক্তির ছাপ ছিল না জনপ্রিয় এই অভিনেতার মুখে।