সংবাদ শিরোনাম ::
ধুনটে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ চালককে জরিমানা
ধুনট (বগুড়া) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৫:৫৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ২৫ বার পড়া হয়েছে
বগুড়ার ধুনট উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন যানবাহনের ৮ জন চালককে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ধুনট পৌর এলাকার চরপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল।
এবিষয়ে ধুনট ইউএনও হিমেল রিছিল জানান, মঙ্গলবার সন্ধ্যায় ধুনট পৌরসভাস্থ চরপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মটরযানের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় ৮ জন গাড়িচালককে সড়ক পরিবহন আইন মোতাবেক ৫০০ টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।