ধুনটে পল্লী বিদ্যুতের ভেল্কিবাজিতে জনজীবনে ভোগান্তি চরমে
- আপডেট সময় : ০৩:৪১:৪১ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে
বগুড়ার ধুনট উপজেলায় পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সারাদিন-রাত মিলে প্রায় অর্ধেক সময়ই বন্ধ থাকছে বিদ্যুৎ সরবরাহ। একারনে ভোগান্তিতে পড়েছে উপজেলার প্রায় ১ লাখ বিদ্যুৎ গ্রাহক। বিদ্যুতের এমন ভেলকিবাজিতে ভেঙ্গে পড়েছে অর্থনৈতিক অবস্থাও।
ঈদের ঠিক আগ মুহূর্তে বিদ্যুৎ সংকটের কারনে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে ব্যবসায়ীরা। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় প্রচন্ড গরমে হাসপাতালের রোগীসহ বাসা বাড়িতে থাকা সাধারণ মানুষ ফেলছে দীর্ঘশ্বাস। সেচ কাজ ব্যহত হওয়ায় বিপাকে পড়ছে প্রান্তিক চাষিরা। এছাড়াও ফ্রিল্যান্সার হিসেবে রাত্রীকালিন পেশাজিবীরা হারাচ্ছেন অর্থ আয়ের নির্ভরতা।
জানা যায়, ২০১৫ সালের দিকে ধুনট পৌরসভা সহ ১০টি ইউনিয়নে ধুনট পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক সংখ্যা ছিল প্রায় ৫০ হাজারের মতো। কিন্তু ২০২৪ সালের দিকে এই গ্রাহক সংখ্যা বেড়ে দাড়িয়েছে প্রায় ১ লাখের মতো। ধুনটে উপজেলা জুড়ে বিদ্যুতের মোট চাহিদা ২০ মেগা ওয়াট হলেও বর্তমানে সরবরাহ রয়েছে ৬-৯ মেগা ওয়াট।
ধুনট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) উৎপল মন্ডল জানান, ধুনট উপজেলায় প্রায় ২০ মেগা ওয়াট হলেও বর্তমানে সরবরাহ রয়েছে ৬-৯ মেগা ওয়াট। । কিন্তু জাতীয় গ্রিডে সমস্যা হওয়ায় চাহিদার তুলনায় কম সরবরাহ করায় এই সংকট সৃষ্টি হয়েছে। তবে অতি দ্রুত এই সংকট মোকাবেলা করা সম্ভব হবে।