ধামরাইয়ে সাংবাদিকের পা ভেঙে নলি ছুটিয়ে ফেলার হুমকি দিলেন ইউপি চেয়ারম্যান
- আপডেট সময় : ০৮:২৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাইয়ে দৈনিক বাংলাদেশ সমাচার ও চ্যানেল এস টিভির ধামরাই প্রতিনিধি কর্মরত এক সাংবাদিককে পা ভেঙে, নলি ছুটিয়ে প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে নান্নার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন মোল্লার বিরুদ্ধে। এনিয়ে হুমকির একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে।
গত বুধবার (৮ মে) রাতে ধামরাই থানায় ভুক্তভোগী সাংবাদিক ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। সাংবাদিক সিরাজুল ইসলাম জানান আমি বুধবার ৮ মে সকাল সারে ১০ টার দিকে নান্নার ইউনিয়ন পরিষদে যাই। জানা যায় ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বেশি কর আদায় করছেন। এমন অভিযোগ করে এলাকাবাসীরা বলেন গত কয়েক বছর ধরে ২০/ ৩০ /৪০/ ৫০ টাকা কর দিয়ে এসেছি। এবছর আমাদের কর ধরেছে ৪ শত থেকে শুরু করে ৫ /৬/৭/৮ শত টাকা পর্যন্ত এই এবছরে কেনো এতবেশী ট্রাক্স ধরা হলো এমন অভিযোগ নিয়ে এলাকাবাসি ইউনিয়ন পরিষদের মাঠে শত শত মানুষ ভিড় জমান।
আমি তাদের ভিডিও ও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছি।
এনিয়ে ভুক্তভোগীদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় ওই ইউপির চেয়ারম্যান আমার ওপর ক্ষিপ্ত হয়ে আমার মোবাইলে ফোন করে বিভিন্ন রকম হুমকি দেন। পরে আমার পা ভেঙে নলি ছুটিয়ে যেখানে পাবেন সেখানে মারবেন, এবং অকত্তভাষায় গালিগালাজ করেন ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা।
এ বিষয়ে নান্নার ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা সব কিছু শিকার করে জানান সরকার থেকে আমাকে ট্রাক্স আদায় করতে বলেছে এই নিয়মে, তবে মানুষ মাত্রই ভুল করে। একটি গ্রামে কাঁচা বাড়ির ট্রাক্স এসেছে পাকা বাড়ির, আর পাকা বাড়ি ট্রাক্স এসেছে কাঁচা বাড়ির। পরে আমি এলাকাবাসীর সাথে কথা বলেছি সমাধান করে দেবো।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনর্চাজ মোঃ সিরাজুল ইসলাম শেখ বলেন সাংবাদিকে হুমকির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।