ধামরাইয়ে বজ্রপাতে একজনের মৃত্যু
- আপডেট সময় : ১২:২০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাইয়ে আবুল কাসেম (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী বজ্রপাতে মারা গেছেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে ধামরাইয়ের কিশোরীনগর বিলে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাসেম ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা পূর্বপাড়া গ্রামের সমেজ উদ্দিনের ছেলে।
সুতিপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক সদস্য শহিদুল ইসলাম জানান, মাছ ব্যবসায়ী আবুল কাসেম তার ছেলেসহ চারজনে মঙ্গলবার বিকেলে কিশোরীনগর বিলের পুকুরে মাছ ধরতে যায়। এসময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে আবুল কাসেম মাটিতে লুটিয়ে পড়েন। পরে পাশে থাকা অপর তিনজনসহ অন্যরা তাকে উদ্ধার করে আলাদীন জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্জ্রপাতে নিহত মো: আবুল কাসেমের পরিবারের হাতে উপজেলা প্রশাসন ধামরাই, ঢাকার পক্ষে নিহতের দাফন – কাফন বাবদ ২৫০০০/- টাকা নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব খান মো: আব্দুল্লা আল মামুন।
এসময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবারটির পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এছাড়াও উপস্থিত সকলের উদ্দেশ্যে ব্জ্রপাতের সময় করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।