ধামরাইয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৪:৩৮:২০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার অদূরে ঢাকা জেলার ধামরাই থানার আয়োজনে সনাতনধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে ধামরাই উপজেলার সকল পূজা মন্ডপের কর্মকর্তাদের নিয়ে আইন -শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল এগারটার দিকে ধামরাই থানা প্রাঙ্গণে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেলের মো: শাহীনুর কবির।
এ’সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী নন্দ গোপাল সেন, ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার চক্রবর্তী, ধামরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন আহবায়ক সাংবাদিক রনজিত কুমার পাল, ধামরাই শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি শ্রী জগদীশ চন্দ্র সরকার, শ্রীশ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির কর্মকর্তা শ্রী সুকান্ত বনিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ ও ধামরাই থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ধামরাই উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের কর্মকর্তা -প্রতিনিধিগন।
এবার সমগ্র ধামরাই উপজেলায় ১৮৮ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হইবে। তারমধ্যে ধামরাই পৌরসভায় ৪২টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হইবে।