ধর্মপাশায় পারি’র স্পন্সরশীপ কার্যক্রম বিষয়ক সমন্বয় সভা
- আপডেট সময় : ১২:৪৭:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ২৭০ বার পড়া হয়েছে
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় স্পন্সরশীপ নেটওয়ার্কিং কো-অর্ডিনেশন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ধর্মপাশা এপির অর্থায়নে পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এ সভার আয়োজন করে। এতে সাংবাদিক, ইমাম,পুরোহিত ও এনজিও প্রতিনিধিসহ ভিডিসি, ফেইথ লিডার, চাইল্ড ও ইয়ুথ ফোরামের সদস্যরা অংশ নেয়।
সভায় ওয়ার্ল্ড ভিশনের লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে বক্তব্য দেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ধর্মপাশা এপি ম্যানেজার সাগর জন কস্তা,পারি’র প্রোগ্রাম ম্যানেজার অঞ্জন কুমার রুরাম, স্পন্সরশীপ কর্মকর্তা সুমন কুবি।
অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন, আশা’র আঞ্চলিক ব্যবস্থাপক হরেন্দ্র সরকার, কারিতাস সংস্থাতার মাঠ সহায়ক এম এম আর সৌরভ, ইরা প্রশিক্ষক তাসলিমা আক্তার, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) শাখা ব্যবস্থাপক জয়পাল, উদ্দীপনের সহকারী শাখা ব্যবস্থাপক মোঃ রুবেল রানা, ইমাম মোঃ ওমর ফারুক, পুরোহিত সুস্থির চৌধুরী, সমকাল সাংবাদিক এনামুল হক, গণকণ্ঠ সাংবাদিক সেলিম আহম্মেদ।