দিগড়-দিঘলকান্দি ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে জনসভা
- আপডেট সময় : ০৯:২৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের ঘাটাইল দিগড়- দিঘলকান্দি ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ২৩ অক্টোবর বিকেল ৩ টায় কদমতলী হাই স্কুল মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
ঘাটাইল উপজেলার দিগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুনসুর আহস্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি পৌর সভার সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, ঘাটাইল উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আ খ ম রেজাউল করিম, ঘাটাইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, সাবেক ছাত্র নেতা মোঃ শামীম মিয়া।
অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান খান পালন, পৌর যুবদলের সাবেক সভাপতি ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাগর, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অন্যান্য নেতৃবৃন্দ।