ট্রেনের নিচে কাটা পড়ে এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
- আপডেট সময় : ০৫:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
পাকশী জেলা সান্তাহার রেলওয়ে থানাধীন জয়পুরহাট জেলার জামালগঞ্জ রেল স্টেশনের সাহারপুর গোয়ালপাড়া নামক স্থানে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা আনুমানিক বয়স (৭০) ব্যক্তির মৃত্যু হয়েছে হয়েছে। আজ বুধবার সকালে সান্তাহার রেলওয়ে থানাধীন জয়পুরহাট জেলার জামালগঞ্জ রেল স্টেশনের সাহারপুর গোয়ালপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি হাবিবুর রহমান জানান আজ বুধবার সকালে জয়পুরহাট জামালগঞ্জ রেলওয়ে স্টেশনের সাহারপুর গোয়ালপাড়া নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই অজ্ঞাত ব্যক্তির ব্যাক্তির মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যাক্তির পরিচয় সনাক্তের জন্য সিআইডি টিমকে জানানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য খোঁজ খবর নেওয়া হচ্ছে। এই বিষয়ে থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।