জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত এক।
- আপডেট সময় : ০৯:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত এক ।জেলার কালাইয়ে উপজেলায় শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শাহিনুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (০৬ নভেম্বর-২০২৪) ভোর আনুমানিক ৫টার দিকে জয়পুরহাট-মোকামতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিনুর রহমান বগুড়ার মহাস্থানগড় নামা বাজার এলাকার মৃত ছানাউল্লাহ প্রামাণিকের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ।
নিহত শাহিনুরের বোন সুমনা আক্তার জানান,তারা সাত বোন এক ভাই। তাদের মধ্যে সবার ছোট শাহিনুর। তিনি এক বছর আগে কালাই উপজেলার পুনট ইউনিয়নের অপালা পাড়ায় জিয়াউর রহমানের মেয়েকে বিয়ে করেন। বুধবার ভোরে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে বাঁশের ব্রিজ কলিং ফুড প্রসেসিং হিমাগারের পূর্ব পাশে সড়ক দুর্ঘটনায় নিহত হন।
এ তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান,সড়কের ওপর মরদেহ ও একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিন। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়