জয়পুরহাটে মহান বিজয় দিবস পালিত
- আপডেট সময় : ১২:০৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। সোমবার (১৬ ডিসেম্বর-২০২৪) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান এ দিবসটির আনুষ্ঠানিকতা।
দিবসটি উপলক্ষে জেলা শহরের শহিদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথম প্রহরে ফুল দিয়ে বিনম্রশ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
পরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম।
এছাড়াও ফুল দিয়ে বিনম্রশ্রদ্ধা জানান জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন সহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা,কর্মচারী-বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।