জয়পুরহাটে অতিরিক্ত জেলা জজ-১ম আদালতের রেকর্ড থেকে রায় আদেশ গায়েব
- আপডেট সময় : ১২:৪৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
জয়পুরহাটে অতিরিক্ত জেলা জজ-১ম আদালতে রায় প্রচার পরবর্তীতে আদালতের রেকর্ড থেকে মিস আপীল নামীয় ২০/২০১৭ নং মামলাটির রায়ের আদেশ গায়েব।
বর্তমান মোতাওয়াল্লীর ভাই,সাবেক মোতাওয়াল্লী,মেহেদী মির্জা লুলু’র মৃত্যুর পর ২০১৫ মোতাওয়াল্লী পদে নিয়োগ পাওয়ার পর থেকে জনৈক আবুল কালাম ও আজাহার আলী মন্ডল,সংঘবদ্ধ একটি সন্ত্রাসী চক্রের নির্দেশ দাতার মদদে ও কু-পরামর্শে তার(বর্তমান মোতাওয়াল্লী)র বিরুদ্ধে একটার পর একটা মিথ্যা মামলা,হামলাসহ ওয়াকফ সম্পত্তি জোরপূর্বক জবর দখলের ন্যায় অপরাধ মূলক কর্মকান্ড করে চলেছে।অথচ তারা মোতাওয়াল্লী হওয়ার জন্য ওয়াকফ বোর্ডে কখনো আবেদন করেননি।
সবশেষ দেশের সর্বোচ্চ আদালত,মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে মো:মাহবুবুর রহমান কে মোতাওয়াল্লী পদে বহাল রাখা সত্বেও সর্বোচ্চ আদালতের আদেশের ভুল ব্যাখ্যায় ও ফোরামে তামাদি আইনের লংঘন করে জেলা জজের তৎকালীন অসাধু পেশকারের সহযোগীতায় ষড়যন্ত্র মূলক ভাবে সু-কৌশলে;জেলা জজ আদালত, জয়পুরহাটে মিস আপীল নামীয় ২০/২০১৭ নং মামলা দায়ের করেন।সাময়িক ভাবে গৃহীত হলেও মামলাটির গ্রহণ যোগ্যতার বিষয়ে চুড়ান্ত ভাবে শুনানি ব্যাতীরেকে জেলা জজ আদালত থেকে অতিরিক্ত জেলা জজ আদালতে মামলাটি বদলি হয়,এর পর আবার ২৪ ধারায় বাদীর আবেদনের প্রেক্ষিতে আবারও জেলা জজ আদালতে বদলি করেন,সেখান থেকে পুণরায় অতিরিক্ত জেলা জজ আদালতে মামলাটি বদলি হয়।এভাবে ৪ বছর ৫ মাসে ৪০ বারের অধিক শুনানি অন্তে গত ১০/০৩/২০২২ ইং তারিখে জয়পুরহাটের বিজ্ঞ অতিরিক্ত জেলা জজ আদালত-১ম এর জাজ গোলাম সরোয়ার মামলাটির রায় আদেশ প্রদান করেন।
অত:পর রায় আদেশের সার্টিফাইড কপির জন্য আমি এ্যাড:এম হেদায়েত উল্লাহ চৌধুরী’র সাক্ষরিত নকলের দরখাস্ত নকল খানায় জমা দেই।সেমতে রায় প্রচার পরবর্তীতে গত ১৬/০৩/২০২২ ইং তারিখে কোর্ট থেকে আমাকে (মোতাওয়াল্লী)কে রায় আদেশের সার্টিফাইড কপি সরবরাহ করা হয়।মিস আপীল নামীয় ২০/২০১৭ নং মামলাটির আইনগত ভিত্তি না থাকায় আপীল টি না-মন্জুর হয়।কোর্ট থেকে সার্টিফাইড কপি সরবরহের ৫(পাঁচ) মাস পর আপীলেন্ট আজাহার আলী কর্তৃক জবর দখলকৃত ওয়াকফ সম্পত্তি উদ্ধারের জন্য আমি(মোতাওয়াল্লী) ডি,সি,অফিস,জয়পুরহাট এ আসলে জানতে পারি যে,রায় ঘোষিত হওয়া সত্ত্বেও ২০/২০১৭ নং মিস আপীল মামলাটির তারিখ চলমান রয়েছে এবং বাদী আজাহার আলী ও তার সংঘবদ্ধ চক্রের দ্বারা প্রচারিত সংবাদের ভিত্তিতে আরও জানতে পারি যে,আদালতের রেকর্ড থেকে মামলাটির রায় আদেশ গায়েব হয়ে গেছে,খঁজে পাওয়া যাচ্ছেনা।
আদালতের রেকর্ড থেকে মামলার রায় আদেশ গায়েব হওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগের।বিষয়টি একদিকে যেমন আদালত ও প্রশাসনকে প্রশ্ন বিদ্ধ করে,তেমনিভাবে আদালতের নিরাপত্তা ব্যবস্থাকেও দূর্বল করে বলেও প্রেস বিজ্ঞপ্তীতে জানিয়েছেন,মোতাওয়াল্লী মোঃ মাহবুবুর রহমান।
মুঠো ফোনে মিস আপীল মামলার বাদী আজাহার আলীর কাছে মামলার রায় আদেশ গায়েবের বিষয়ে জানতে চাইলে,রায়ের আদেশ গায়েব হওয়ার কথা স্বীকার করেন তিনি।
একই বিষয়ে আদলতের প্রশাসনিক কর্মকর্তা মোফাজ্জল হোসেনকে
মুঠো ফোনে জিজ্ঞাসাবাদে তিনি বলেন,কেউ যদি রায় আদেশ গায়েব করে কি করবেন?কেউ যদি গায়েব করে থাকে কারার কি আছে?