জমি নিয়ে বিরোধ,দা দিয়ে যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
- আপডেট সময় : ০৮:৩২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে দা দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ।
এঘটনায় ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেন ভোক্তভূগী যুবক ছানোয়ার হোসেন।
অভিযুক্তরা হলেন,জাফর আলী, বকুল মিয়া উভয় পিতা মৃত কলিম উদ্দিন,শিউলী আক্তার (৪৫) স্বামী আবুল মিয়া,আরফিন আক্তার পিতা আবুল মিয়া। এরা সকলেই উপজেলার নান্নার গ্রামের বাসিন্দা। ভোক্তভূগী একই গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে ছানোয়ার হোসেন।
অভিযোগ সূত্রে জানাযায়, উভয় পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। চলিত মাসের তিন তারিখে অভিযুক্ত জাফর হোসেন ছানোয়ারের বাঁশ ঝোপে বাঁশ কাটতে যায়,সে সময় বাঁশ কাটতে ছানোয়ার বাধা প্রদান করলে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজের এক পর্যায় জাফর ছানোয়ার কে দা দিয়ে কোপ দেয়। সে সময় অন্য আসামী ছানোয়ার কে এলোপাথারি মারধর করে। ছানোয়ারের ডাক চিৎকারের লোকজন এগিয়ে আসলে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে ছানোয়ারকে রক্তাক্ত জখম অবস্থায় লোকজন হাসপাতালে ভতি করে।
এ বিষয় এসআই কাউসার আহমেদ বলেন,উভয় পক্ষের মামলা রুজু হয়েছে। তাদের বিরোদ্ধে আইনি ব্যবস্থা চলমান।