জন্ম নিবন্ধনে পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে লিঙ্গ পুরুষ থাকায় জরায়ু ক্যানসারের ভ্যাকসিন পেলেনা
- আপডেট সময় : ০৭:২২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ৪৩ বার পড়া হয়েছে
মোসা: তানজিয়া আক্তার কে ‘পুরুষ’ বলে সত্যায়ন করে দিয়েছেন পৌর কর্তৃপক্ষ! এখন তাকে ‘নারী’ বানাবে কে? বর্তমানে দেশে নারীদের “জরায়ু ক্যান্সার” টীকার নিবন্ধন চলছে। কিন্তু, নিবন্ধন করতে নারী হয়েও পুরুষ ভুল বশত ঘটে গেছে। তাই আর জরায়ু ক্যানসারে টিকার নিবন্ধন মিলছে না। এমন ঘটনায় নওগাঁর পত্নীতলা উপজেলায় নজিপুর পৌর কর্তৃপক্ষের জন্ম নিবন্ধনে ভুল বশত নারী হয়েও লিঙ্গ পুরুষ হওয়ায় এখন ভুক্তভোগীর খেসারত দিবেন কে? অনুসন্ধানে জানা যায়, এমন ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী নজিপুর পৌরসভার সাবেক পৌর মেয়র ও সাবেক কাউন্সিলরকে নানা ধরণের অপবাদ ও নিন্দা জানাচ্ছে। তানজিয়া আক্তারের জন্ম নিবন্ধন নং- ২০১০৬৪২৭০০৩০২২২৭৬, জন্ম তারিখ: ১৪/১০/২০১০, জন্ম সনদ প্রদানের তারিখ: ১০/০১/২০১৮ খ্রি:। এতে নিবন্ধন প্রস্তুতকারী কাকন ঘোষ, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মজিদ ও সাবেক পৌরসভার মেয়র রেজাউল করিম চৌধুরীর সত্যায়িত নাম ও সীল আছে।
এ বিষয়ে ভুক্তভোগীর বাবা আবু বক্কর সিদ্দিক ও রুমি পারভীন বলেন, আমার মেয়ে তানজিয়া আক্তারের লিঙ্গ পুরুষ ভুল বশত ঘটে। তারপর পৌর কর্তৃপক্ষকে অবগত করানো হলে তাঁরা এর সদুত্তর বা সমাধান দেননি। পরবর্তী সময়ে সংশোধন করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তবুও কোন সমাধান এখনো মিলেনি। এখন মেয়ের জরায়ু ক্যানসারে টীকার নিবন্ধন করা যাচ্ছে না।
নজিপুর পৌরসভার নিবন্ধন প্রস্তুতকারী কাকন ঘোষ বলেন, কম্পিউটার অপারেটরের অসাবধানতার কারণে তানজিয়া আক্তারের লিঙ্গ পুরুষ হয়েছে। আমরা তা সংশোধন করার জন্য বিষয়টি প্রক্রিয়াধীন রেখেছি। এ বিষয়ে জানতে চাইলে নজিপুর পৌরসভার সাবেক মেয়র রেজাউল কবির চৌধুরী ও ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল মজিদ সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে পাওয়া সম্ভব হয়নি। উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র জনতার সংগ্রামের স্বৈরাচারী শাসকদের পতনের পর আওয়ামী লীগের দলের নেতা হওয়ায় এখন পর্যন্ত তাঁরা পলাতক রয়েছে।