ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ছাত্রজনতার আন্দোলনে যোগদানকে কেন্দ্র করে ছাত্রদল সম্পাদক ও শিক্ষার্থীকে মারধরের অভিযোগ!

মোহাম্মদ রোমান হাওলাদার ,সিরাজদিখান প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগদানকে কেন্দ্র করে চিত্রকোট ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ হোসেন ও আরাফাত হক নামে ইস্পাহানী ডিগ্রী কলেজের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল রবিবার দুপুর অনুমান ২টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় গ্রামস্থ জনৈক মতি মিয়ার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ঘটনায় অভিযুক্ত চিত্রকোট ইউনিয়নের বড়াম গ্রামের মেহেদী, মোঃ কামাল হোসেন, রবিউল, আব্দুল মালেক খোকন, কার্তিকপুর গ্রামের সাইমন, চিত্রকোট গ্রামের মোঃ মাসুমসহ আরো ৫-৬ জনকে অজ্ঞাতনামা বিবাদী করে একই দিন বিকালে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মারধরের শিকার ছাত্রদল সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ হোসেনের পিতা মোঃ আলতাফ হোসেন। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগষ্টের পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে যোগদানকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থক বড়াম গ্রামের মেহেদী, মোঃ কামাল হোসেন, রবিউল, আব্দুল মালেক খোকন, কার্তিকপুর গ্রামের সাইমন, চিত্রকোট গ্রামের মোঃ মাসুমসহ আরো বেশ কয়েক জনের সাথে চিত্রকোট ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ হোসেন ও ইস্পাহানী ডিগ্রী কলেজের শিক্ষার্থীর আরাফাত হকদের সাথে শত্রুতা চলে আসছিলো। পূর্ব শত্রুতার জেরে গতকাল রবিবার দুপুর অনুমান ২টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় গ্রামস্থ জনৈক মতি মিয়ার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ছাত্রদল সম্পাদক আসিফ মাহমুদ হোসেনকে একা পেয়ে আওয়ামী লীগের সমর্থক বড়াম গ্রামের মেহেদী, মোঃ কামাল হোসেন, রবিউল, আব্দুল মালেক খোকন, কার্তিকপুর গ্রামের সাইমন, চিত্রকোট গ্রামের মোঃ মাসুমসহ আরো বেশ কয়েক তাদের হাতে থাকা হাতুরি ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে শরীর বিভিন্ন স্থানে নিলাফুলা জখমসহ আসিফ মাহমুদ হোসেনের বাম হাতের কনুইয়ের উপরের হাড় ভাঙ্গা জখম করে। আসিফ মাহমুদ হোসেনের বন্ধু আরাফাত হক তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও তারা মারধর করে। এসময় আসিফ মাহমুদ হোসেনের পরিহিত প্যান্টের পকেটে থাকা নগদ ২ লাখ টাকা নিয়া যায় তারা। পরে তাদের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে আহত দুইজনকে সেখানে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মারধরের শিকার ছাত্রদল সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ হোসেনের পিতা মোঃ আলতাফ হোসেন বলেন, ছাত্র জনতার বিভিন্ন আন্দোলনে আমার ছেলে ও তার বন্ধু অংশ গ্রহণ করেছে। এ নিয়ে আওয়ামী লীগের লোকজন আমার ছেলেসহ তার বন্ধুকে পিটিয়ে আমার ছেলের পকেট থেকে ব্যাংক থেকে তোলা নগদ ২ লাখ টাকা নিয়ে যায়। আমি থানায় অভিযোগ করেছি এবং আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই। এব্যপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোক্তার হোসেন জানান, অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ads

ছাত্রজনতার আন্দোলনে যোগদানকে কেন্দ্র করে ছাত্রদল সম্পাদক ও শিক্ষার্থীকে মারধরের অভিযোগ!

আপডেট সময় : ১০:১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগদানকে কেন্দ্র করে চিত্রকোট ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ হোসেন ও আরাফাত হক নামে ইস্পাহানী ডিগ্রী কলেজের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। গতকাল রবিবার দুপুর অনুমান ২টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় গ্রামস্থ জনৈক মতি মিয়ার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ঘটনায় অভিযুক্ত চিত্রকোট ইউনিয়নের বড়াম গ্রামের মেহেদী, মোঃ কামাল হোসেন, রবিউল, আব্দুল মালেক খোকন, কার্তিকপুর গ্রামের সাইমন, চিত্রকোট গ্রামের মোঃ মাসুমসহ আরো ৫-৬ জনকে অজ্ঞাতনামা বিবাদী করে একই দিন বিকালে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মারধরের শিকার ছাত্রদল সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ হোসেনের পিতা মোঃ আলতাফ হোসেন। স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগষ্টের পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে যোগদানকে কেন্দ্র করে আওয়ামী লীগের সমর্থক বড়াম গ্রামের মেহেদী, মোঃ কামাল হোসেন, রবিউল, আব্দুল মালেক খোকন, কার্তিকপুর গ্রামের সাইমন, চিত্রকোট গ্রামের মোঃ মাসুমসহ আরো বেশ কয়েক জনের সাথে চিত্রকোট ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ হোসেন ও ইস্পাহানী ডিগ্রী কলেজের শিক্ষার্থীর আরাফাত হকদের সাথে শত্রুতা চলে আসছিলো। পূর্ব শত্রুতার জেরে গতকাল রবিবার দুপুর অনুমান ২টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খালপাড় গ্রামস্থ জনৈক মতি মিয়ার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ছাত্রদল সম্পাদক আসিফ মাহমুদ হোসেনকে একা পেয়ে আওয়ামী লীগের সমর্থক বড়াম গ্রামের মেহেদী, মোঃ কামাল হোসেন, রবিউল, আব্দুল মালেক খোকন, কার্তিকপুর গ্রামের সাইমন, চিত্রকোট গ্রামের মোঃ মাসুমসহ আরো বেশ কয়েক তাদের হাতে থাকা হাতুরি ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে শরীর বিভিন্ন স্থানে নিলাফুলা জখমসহ আসিফ মাহমুদ হোসেনের বাম হাতের কনুইয়ের উপরের হাড় ভাঙ্গা জখম করে। আসিফ মাহমুদ হোসেনের বন্ধু আরাফাত হক তাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও তারা মারধর করে। এসময় আসিফ মাহমুদ হোসেনের পরিহিত প্যান্টের পকেটে থাকা নগদ ২ লাখ টাকা নিয়া যায় তারা। পরে তাদের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে আহত দুইজনকে সেখানে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মারধরের শিকার ছাত্রদল সাধারণ সম্পাদক আসিফ মাহমুদ হোসেনের পিতা মোঃ আলতাফ হোসেন বলেন, ছাত্র জনতার বিভিন্ন আন্দোলনে আমার ছেলে ও তার বন্ধু অংশ গ্রহণ করেছে। এ নিয়ে আওয়ামী লীগের লোকজন আমার ছেলেসহ তার বন্ধুকে পিটিয়ে আমার ছেলের পকেট থেকে ব্যাংক থেকে তোলা নগদ ২ লাখ টাকা নিয়ে যায়। আমি থানায় অভিযোগ করেছি এবং আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই। এব্যপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোক্তার হোসেন জানান, অভিযোগ পেয়েছি। পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।