চাঁপাইনবাবগঞ্জে অর্থ আত্মসাতের প্রতিবাদে অভিভাবক-শিক্ষার্থীদের মানববন্ধন-অবস্থান কর্মসূচি
- আপডেট সময় : ০৫:৪৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে নিয়োগ বানিজ্য করে অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা। রবিবার বেলা ১১টায় গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি মনিরুল ইসলাম সজিব সরদার ও বর্তমান প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সাম্প্রতিক সময়ে ৫টি পদে শিক্ষক-কর্মচারী নিয়োগে প্রায় ৩৫ লাখ টাকা নিয়েছেন। এসব টাকা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজে ব্যয় করার কথা থাকলেও তা না করে তারা দুজনে আত্মসাৎ করেছেন।
নিয়োগ কার্যক্রমে টাকা দেয়ার কথা স্বীকার করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন নিয়োগ পাওয়া কর্মচারীরা। তবে নিয়োগ কার্যক্রমে অর্থ লেনদেনের বিষয়টি অস্বীকার করেছেন প্রধান শিক্ষক শফিকুল ইসলাম৷ মানববন্ধনে বক্তব্য রাখেন, কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি হুমায়ন সরদার, স্থানীয় বাসিন্দা মামুন সরদার, বাবুল সরদার, দেলোয়ার সরদার, হানিফ মন্ডল, অভিভাবক মানিক চাঁন, শাহ আলম বাবু, বিশুমুনি এক্কা, মেহদি হাসান, ছাত্র আবু রাইয়ানসহ অন্যান্যরা।