গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় নিহত -১,আহত-২
- আপডেট সময় : ০৯:১৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ ৩১৯ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দূর্ঘটনায় ফয়সাল (১৬)নামে এক কিশোর নিহত এবং মা ও শিশু কন্যা আহত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রহনপুর -আড্ডা সড়কের ধুলাউড়ী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল উপজেলার রাধানগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আবদুল জাব্বারের ছেলে।
রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই সড়কের ওই স্থানে যাতাহারা থেকে রহনপুর অভিমুখী একটা সিএনজি অটোরিকশার সাথে রহনপুর থেকে যাতাহারাগামী একটি ব্যাটারী চালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ওই কিশোর মারা যায়।
এ ঘটনায় সিএনজি অটোরিকশা আরোহী মা ও মেয়ে আহত হয়। হতাহতদের রহনপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
গুরুত্বর আহত মা ও মেয়েকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাহাত আলী।