গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত
- আপডেট সময় : ০১:০১:২২ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছেন ২৫ জন।
আজ রোববার (১ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে উপজেলার মাঝিঘাতী এলাকায় ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কাশিয়ানী থানার ভাটিয়াপাড়া ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল মওলা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।