সংবাদ শিরোনাম ::
গণডাকাতি আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছে রাজধানীর মনিপুর এলাকাবাসী
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০২:০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে
রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকে প্রতিটি বাড়ি ও দোকানপাটে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হানা দিচ্ছে ডাকাত দল। ডাকাত দলের আক্রমণ থেকে বাঁচতে মহল্লার মসজিদে মসজিদে ঘোষণা দিয়ে এলাকাবাসী সমবেত হয়ে নেমে পড়ছেন পাহারায়। রাত জেগে পুরো এলাকার গলিতে গলিতে লাঠিসোটা হাতে ডাকাত দল প্রতিহত করতে নেমে পড়তে দেখা যায় বাসিন্দাদের ৮ আগস্ট ২০২৪ ৱাত একটার দিকে দেখা যায়
রাজধানী মিরপুর মনিপুর মাইক ওয়ালা মসজিদ এলাকায় স্থানীয় বাড়ির মালিকৱী নিজেরাই রাত জেগে অতিরিক্ত নিরাপত্তার জন্য দলবদ্ধ ভাবে পাহারা দিচ্ছেন মহল্লার কোনায় কোনায়. স্থানীয় বাসিন্দা রোকনুজ্জামান চন্দন বলেন মানুষ সারাদিন পরিশ্রম করে রাতে ঘুমাতে যায় . আমরা চাই তারা নিরাপদে ঘুমিয়ে থাকুক দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা এই কার্যক্রম পরিচালনা করব.