কুষ্টিয়াতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাড়ি নির্মানের চেষ্টা
- আপডেট সময় : ০৭:১৭:১১ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫ ৯২ বার পড়া হয়েছে
কুষ্টিয়া পৌরশহরের থানাপাড়ার মজমপুর মৌজার সম্পত্তির তফসিল অবস্থানের জে, এল নং ৪ আর, এস-২৩ নং পৌরসভা খতিয়ান নম্বর : আর, এস ৮৩৩ আটশত তেত্রিশ নং গ্রাম : মজমপুর আর, এস খারিজ নম্বরঃ ৮৩৩/৩
দাগ নম্বর : আর, এস-৯৫৩ নয়শত তিপ্পান্ন নং দাগে রকম বাড়ী ০.১০৪৪ একর মধ্যে ০.০৩৬৫ একর মধ্যে ০.০১৫৫ একর। পত্রিক সুত্রে প্রাপ্ত জমির উপর ভাই-বোনের দখল সংক্রান্ত জটিলতায় বিবাদমান পরিস্থিতিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইমারত নির্মান করেছে প্রভাবশালী হাসানুজ্জামান সুজন।
এব্যাপারে গত ৫ জানুয়ারী ২০২৫ইং তারিখে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট আদালত ফৌজদারি কার্যবিধি ১৪৪ধারা মোতাবেক মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উক্ত তফশিলের সম্পত্তিতে সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এদিকে আদালতের নির্দেশ পালনকরার জন্য কুষ্টিয়া সদর থানার সাব-ইন্সপেক্টার রেজাউল ইসলাম ঘটনাস্থলে কাজ বন্ধের জন্য আদালতের নির্দেশ জানান।
এসময় থানা পুলিশের উপস্থিতিতেই ক্ষমতাসীন প্রভাবশালী হাসানুজ্জামান সুজন ভুক্তভোগি সৌদিয়া সিমি শ্রাবনী-নানা ধরনের হুমকী প্রদর্শন করেন। তিনি বলেন-সৌদিয়া সিমি শ্রাবনীকে টুকরো টুকরো করে ফেলা হবে। পুলিশের সামনেই এমন হুমকি ধামকি শুনে সৌদিয়া সিমি শ্রাবনী জীবন নাশের ভয়ে অসুস্থ হয়ে পড়েন।
এক পর্যায়ে ঘটনাস্থল থেকে পুলিশ চলেগেলে সে পুনরায় আবারো বাড়ি নির্মান শুর করে। বিষয়টি এস আই রেজাউলকে মোবাইল ফোনে জানানো হলে তিনি বলেন আমি বাহিরে কাজে এসেছি,কাজ শেষ করে আবারো ঘটনাস্থলে পরিদর্শন করবেন।