কাহালু এক মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা
- আপডেট সময় : ০২:০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ৮৮ বার পড়া হয়েছে
বগুড়ার কাহালুতে রোববার রাতে গলায় ফাঁস দিয়ে তাসনিয়া আফরোজ তানহা (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে বীরকেদার ইউনিয়নের ডিপোইল গ্রামের আবু তাহেরের মেয়ে ও শেখাহার হিরার আলো মাদ্রাসার শিক্ষার্থী। তার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। পুলিশ ও স্থানের সূত্রে জানা গেছে, তার বাবার সাথে মায়ের বিবাহ বিচ্ছেদ হওয়ায় এবং তার মায়ের অন্য জায়গায় বিয়ে হওয়ায় সে মানসিক ভাবে ভেঙে পড়েছিল। রোববার রাতে তাসনিয়া আফরোজ তানহা পরিবারের দাদা ও বাবার সাথে খাওয়া দাওয়া করে নিজ ঘরে ঘুমাতে যান। সোমবার সকালে প্রতিদিনের ন্যায় মাদ্রাসায় যাওয়ার জন্য তাকে ডাকাডাকি করলে তার ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। ঘরের দরজা ভেঙ্গে ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস দেয়া অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পায় লোকজন। পরে থানা পুলিশের খবর দেওয়া হয়। এ বিষয়ে কাহালু থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই তাদের কাজে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।