কাগজের নৌকা ভাসাতে গিয়ে ভেসে গেল হুজাইফা
- আপডেট সময় : ১২:১৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে
ছোট্ট শিশু হুজাইফা (৪)। বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি উপজেলার হাবিলী গোপালপুর গ্রামে। তার পিতার নাম সবুজ আলী। ক’দিন আগে মায়ের সঙ্গে পাবনার ভাঙ্গুড়ায় নানাবাড়িতে বেড়াতে এসেছিল সে। কিন্তু গত মঙ্গলবার দুপুরে মহল্লার অন্য শিশুদের সঙ্গে বড়াল নদীতে কাগজের নৌকা ভাসাতে গিয়ে পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় হুজাইফা। একদিন পর বুধবার সকালে ওই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই পরিবারটিতে বইছে শোকের মাতম। থানা পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে হুজাইফাসহ কয়েকজন শিশু পৌরশহরের কলেজপাড়া এলাকায় বড়াল নদীতে কাগজের নৌকা ভাসাচ্ছিল। কিছুক্ষণ পর নদী থেকে কাগজের নৌকাটি তুলে আনতে পানিতে নামে হুজাইফা। এ সময় পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় সে। ঘটনা জানার পর তার আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন নদীতে উদ্ধার তৎপরতা চালায়। খবর পেয়ে থানা-পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরিদল এসে প্রায় ৭ ঘণ্টা উদ্ধার কাজ চালান। এতেও খোঁজ মেলেনি ছোট্ট হুজাইফার। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে বড়াল নদীতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তার স্বজনরা এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এ সময় বাড়িটিতে কান্নার রোল পড়ে যায়। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।