এনায়েতপুর থানা পুলিশকে ফুল দিয়ে বরণ করলেন জামায়াত নেতারা
- আপডেট সময় : ১২:৪৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
১৫ পুলিশ সদস্য ও তিন আন্দোলনকারী নিহতের ঘটনায় আলোচিত সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কার্যক্রম বেশ কয়েকদিন পর চালু হওয়ায় কর্মস্থলে ফিরে আসা পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামির নেতৃবৃন্দ।
সোমবার দুপুরে এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা ও সেক্রেটারী ডা. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে জামায়াত নেতারা থানা সংলগ্ন দক্ষিণে অবিস্থত এনজিও সংস্থা মানবমুক্তি কমপ্লেক্সের ভাড়া ভবনে নবাগত ওসি হাসিবুল্লাহ হাসিবের সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় থানায় দায়িত্বরত নতুন ও পুরাতন সকল পুলিশ সদস্যদের সাথে কুশালাদি বিনিময় করে জামায়াত নেতারা। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নির্ভয়ে, সততা ও নিষ্ঠার সাথে নিরাপদ ও সমৃদ্ধ এনায়েতপুর গড়তে দায়িত্ব পালনে একে অপররের পাশে থাকার আশ্বাস দেন। এছাড়া দেশ ও জাতির কল্যাণ সহ এলাকার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর, সহকারী সেক্রেটারী ডা. শেখ আইয়ুব আলী, জুবায়ের হোসেন, জামায়াত নেতা আব্দুর রাজ্জাক ও এনায়েতপুর থানা ছাত্র শিবিরের সভাপতি মুহাম্মদ ফয়সাল খন্দকার প্রমুখ।