ঢাকা ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত আদমদীঘিতে হেরোইন সহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাতক্ষীরা ট্রাক ট্রাকংকলরী শ্রমিক ইউনিয়নের একপেশে ও পাতানো নির্বাচনের অভিযোগ নওগাঁয় বহুল আলোচিত যুবদল নেতা হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন জয়পুরহাট আক্কেলপুরে সড়ক দুর্ঘটনায় এক ট্রাক্টর চালক নিহত হট্টগোল ও বিশৃঙ্খলার মধ্যে পালিত হল সাতক্ষীরা মুক্ত দিবস পালিত ভারতের সঙ্গে সম্পর্ক হবে প্রতিবেশীর মতো: বগুড়ায় সারজিস আলম আদমদীঘি সাঁওইল হাটবাজারে শীতবস্ত্র বেচাকেনা জমতে শুরু করেছে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নোতি পেলেন শিবগঞ্জের ইউ এন ও আদমদীঘি উপজেলা প্রশাসন ও কলেজ শিক্ষকদের মাঝে প্রীতি ভলিবল টুর্ণামেন্ট

“একযুগ নির্যাতন সয়ে পালিয়ে এলেন গৃহকর্মী রেখা”শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলা পত্রিকা ২৭/৬/২০২৪ইং তারিখে ভিতরের পাতায় সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত “একযুগ নির্যাতন সয়ে পালিয়ে এলেন গৃহকর্মী রেখা”সহ বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি মহসিন আলীকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সুম্পুর্ন,মিথ্যা বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত। আদালতের রায় অবমাননার শামিল।

প্রকৃত ঘটনা হলো-ঠাকুরগাঁও জেলার শিবগঞ্জ বাজার মধ্যপারপুগী এলাকার আজিত মিয়ার মেয়ে গৃহকর্মী মোছা:রেখা‘ ২০১০ সালে মাত্র কয়েক মাস মহসীন আলীর বাসায় কাজ করেন। মহসিনের স্ত্রী অসুস্থ থাকায় তার ভায়রাভাই এর কলাবাগান বাসায় যায়। সেই বাসায় থাকার সময় সুযোগ বুঝে ০১/০৪/২০১১ইং তারিখ সকালে কাউকে কোন কিছু না বলেই মহসিন আলীর স্ত্রীর ব্যাগে থাকা ২৫হাজার টাকা ও একটি দেড়ভরি ওজনের স্বর্নের চেন চুড়ি করে পালিয়ে যায়।
এঘটনায় রাজধানীর কলাবাগান থানায়০২.০৪.২০১১ইং তারিখে ৫২নং ও ২৬-৬-২০১১ইং তারিখে কলাবাগান থানায়১০৯৩নং সাধারন ডায়েরী করা হয়। যা জাতীয় দৈনিক পত্রিকা ইনকিলাব ও দৈনিক জনপদ পত্রিকায় প্রকাশ হয়। এবং রেখাকে অনেক খোজা খুজি করা হয়।

পরবর্তীতে মোছা:রেখার পরিবার থেকে মিথ্যা অপহরন মামলা দায়ের করলেও তা বিজ্ঞ আদালতের মাধ্যমে নির্দোশ প্রমানিত হওয়ায নিষ্পত্তি হয়। এর পর থেকে মহসীন আলীর পরিবারের সাথে প্রায় ১৩বছর হলো গৃহকর্মী রেখার সাথে কোন প্রকার যোগাযোগ নাই।

এতো বছরপড়ে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে মহসীন আলী পরিবারের নামে সংবাদ পরিবেশন করে আবারো সন্মানহানি করা হচ্ছে।

এমতাবস্থায় দীর্ঘ একযুগ পরে এসে উদ্দেশ্র প্রণোদিত ভাবে কারো মিথ্যা প্ররোচনায় না পড়ে আইনের প্রতিশ্রদ্ধাশীল থাকার জন্য বলা হলো। অন্যথায় মিথ্যা তথ্যদিয়ে মানহানি করায় আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।
আমি মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ করছি।

প্রতীবাদকারী
মো:মহসীন আলী,,মোকছেদুল,মোমিনুল,মোনারুল,
শিবগঞ্জ বাজার, ঠাকুরগাঁও।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ads

“একযুগ নির্যাতন সয়ে পালিয়ে এলেন গৃহকর্মী রেখা”শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ

আপডেট সময় : ০৩:৩৭:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪

ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলা পত্রিকা ২৭/৬/২০২৪ইং তারিখে ভিতরের পাতায় সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত “একযুগ নির্যাতন সয়ে পালিয়ে এলেন গৃহকর্মী রেখা”সহ বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি মহসিন আলীকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা সুম্পুর্ন,মিথ্যা বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত। আদালতের রায় অবমাননার শামিল।

প্রকৃত ঘটনা হলো-ঠাকুরগাঁও জেলার শিবগঞ্জ বাজার মধ্যপারপুগী এলাকার আজিত মিয়ার মেয়ে গৃহকর্মী মোছা:রেখা‘ ২০১০ সালে মাত্র কয়েক মাস মহসীন আলীর বাসায় কাজ করেন। মহসিনের স্ত্রী অসুস্থ থাকায় তার ভায়রাভাই এর কলাবাগান বাসায় যায়। সেই বাসায় থাকার সময় সুযোগ বুঝে ০১/০৪/২০১১ইং তারিখ সকালে কাউকে কোন কিছু না বলেই মহসিন আলীর স্ত্রীর ব্যাগে থাকা ২৫হাজার টাকা ও একটি দেড়ভরি ওজনের স্বর্নের চেন চুড়ি করে পালিয়ে যায়।
এঘটনায় রাজধানীর কলাবাগান থানায়০২.০৪.২০১১ইং তারিখে ৫২নং ও ২৬-৬-২০১১ইং তারিখে কলাবাগান থানায়১০৯৩নং সাধারন ডায়েরী করা হয়। যা জাতীয় দৈনিক পত্রিকা ইনকিলাব ও দৈনিক জনপদ পত্রিকায় প্রকাশ হয়। এবং রেখাকে অনেক খোজা খুজি করা হয়।

পরবর্তীতে মোছা:রেখার পরিবার থেকে মিথ্যা অপহরন মামলা দায়ের করলেও তা বিজ্ঞ আদালতের মাধ্যমে নির্দোশ প্রমানিত হওয়ায নিষ্পত্তি হয়। এর পর থেকে মহসীন আলীর পরিবারের সাথে প্রায় ১৩বছর হলো গৃহকর্মী রেখার সাথে কোন প্রকার যোগাযোগ নাই।

এতো বছরপড়ে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে মহসীন আলী পরিবারের নামে সংবাদ পরিবেশন করে আবারো সন্মানহানি করা হচ্ছে।

এমতাবস্থায় দীর্ঘ একযুগ পরে এসে উদ্দেশ্র প্রণোদিত ভাবে কারো মিথ্যা প্ররোচনায় না পড়ে আইনের প্রতিশ্রদ্ধাশীল থাকার জন্য বলা হলো। অন্যথায় মিথ্যা তথ্যদিয়ে মানহানি করায় আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।
আমি মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ করছি।

প্রতীবাদকারী
মো:মহসীন আলী,,মোকছেদুল,মোমিনুল,মোনারুল,
শিবগঞ্জ বাজার, ঠাকুরগাঁও।