সংবাদ শিরোনাম ::
একটি নিখোঁজ সংবাদ
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
- আপডেট সময় : ১০:২৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪ ১০২ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুরে উপজেলার পুন্ডুরা সেওড়াতলা এলাকার মো. শফিকুল ইসলামের দশম শ্রেনীতে পড়ুয়া ছেলে রাহীম শুক্রবার (৭ জুন) নিজ বাড়ী হতে নিখোজ হয়েছে বলে জানা যায়।
এসময তার পড়নে হালকা খয়েরী রংয়ের ফুল শার্ট ও কালো রংয়ের ফুল প্যান্ট ছিল। রাহীমের পিতা শফিক জানান বিকেলে আমার ছলে রাহীম বাড়ি হতে বেড় হয়ে এখন পর্যন্ত বাড়ী ফিরে নাই। ছেলের শোকে মা প্রায় পাগলের মতো হয়ো গেছে।
তারা তাদের বড় ছেলে রাহীমকে না পেয়ে সকল আত্বিয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়ে কোথাও পায় নি। রাহীম উপজেলার কুড়ালিয়া বিকে উচচ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।
যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে নিম্নে দেওয়া তার পিতার মোবাইল নম্বরে জানাতে অনুরোধ করেছেন তার পিতা শফিকুল ইসলাম।
রাহীমের পিতা শফিকুলের মোবাইল নাম্বার– ০১৭৩৬২০৬২৭১