আমার সিরাজগঞ্জ ফেসবুক গ্রুপের উদ্যোগে ঈদ বাজার উপহার সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০১:১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ১৪০ বার পড়া হয়েছে
ছাম্মি আহমেদ আজমীর:
ধনীতে গরীবে হাসে হাসে দুখী নিঃস আজ ঈদ তাই বুঝি হাসে সারাবিশ্ব ” এই পতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে আত্মমানবতার সংগঠন মানবিক ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় দরিদ্র, অসহায় এতিম ও বিধবাদের মাঝে ফেসবুক গ্রুপের উদ্যোগে ঈদ বাজার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৫ এপ্রিল) সকাল ৯ টায় বনোয়ারী লাল সরকারী উচ্চ বিদ্যালয়/ বিএল স্কুল মাঠে আমার ফেসবুক গ্রুপ, এ্যাডমিন আব্দুল আলিম সার্বিক সহযোগিতায় ও আয়োজনে ঈদ বাজার উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমার সিরাজগঞ্জ ফেসবুক গ্রুপ এ্যাডমিন আব্দুল আলিম এর সভাপতিত্বে ঈদ বাজার উপহার সামগ্রী অসহায় দুস্থদের হাতে তুলেদেন সিরাজগঞ্জের বিশিষ্ট সমাজসেবক ও সাবেক কাউন্সিলর ১০ নং ওয়ার্ড হাজী মো. আব্দুস সাওার।
এসময়ে উপস্থিত ছিলেন, মানব সেবায় সপ্ন গ্রুপের অন্যতম সদস্য মাওলানা মো. আখতারুজ্জামান, ফসবুক গ্রুপের সদস্য সামিউল আলীম,মো.সুমন হোসাইন,শিশির হাসান টুটুল, কাওয়াকোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো.রেজা মুন্সী, মো.নাসির,মো.নাফি প্রমূখ।
উল্লেখ্য: ঈদ বাজার উপহার সামগ্রীতে যে জিনিস সামগ্রী ছিল ১ কেজি পোলার চাউল,১ কেজি, ভাতের চাউল ২ কেজি, মসুর ডাউল হাফ কেজি,সোয়াবিন তৈল হাফ কেজি,পাউডার গুরো দুধ ৭৫ গ্রাম, হলুদ, মরিজ,সজ, ৫০ গ্রাম করে, আলু ১ কেজি,পিয়াজ হাফ,লবণ হাফ, সেমাই হাফ কেজি, লাকস সাবান, জিরা, দারচিনি, হহুল পেকেটের গুড়া,সহ শাড়ি ওলুংঈী সহ ৪১ জনের মধ্যে এ সহায়তা প্রদান করা হয়।