আদমদীঘি প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক লুলুর স্বরণে সভা ও দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৫:৫৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
আদমদীঘি প্রেসক্লাবের উদ্যোগে সান্তাহার প্রেসক্লাবের সভাপতি দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক মরহুম গোলাম আম্বিয়া লুলুর স্বরণে এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৩ অক্টোবর) বেলা ১২ টায় আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই স্বরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান। সভায় প্রয়াত সাংবাদিক গোলাম আম্বিয়া লুলুর কর্মজীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন. প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সহসভাপতি গোলাম মোস্তফা, বেনজীর রহমান, সহকারি সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, অর্থ সম্পাদক মিজাুনর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সবুর খান, সদস্য মোমিন খান প্রমুখ। শেষে আদমদীঘি উপজেলার প্রয়াত সাংবাদিক গোলাম আম্বিয়া লুলু, বেলাল উদ্দিন, মনজুরুল ইসলাম, হাফিজুর রহমান ও মাহমুদ হোসেন ভোলার স্বরণে ও তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।