আদমদীঘি উপজেলা পরিদর্শন করলেন রাজশাহী বিভাগীয় পরিচালক
- আপডেট সময় : ১১:৫৭:০৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলা পরিদর্শনে স্থানীয় সরকারের রাজশাহী বিভাগীয় পরিচালক( যুগ্ম সচিব ) পারভেজ রায়হান। (১১ নভেম্বর সোমবার )বেলা ১১ টায় উপজেলা পরিষদে আসেন তিনি এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাই। এরপর তিনি আদমদীঘি উপজেলার ০১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন, এ সময় ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন, পরিষদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন,নাগরিক সেবা সম্পর্কে ও ডিজিটাল তথ্য সেবা সম্পর্কে সেবার মান সম্পর্কে শ্রবণ করেন।এ সময় ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) সচিব এবং সকল ইউপি সদস্য গণ উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি সান্তাহার পৌরসভা ও উপজেলা পরিষদের এডিপি/ রাজস্ব উদ্বৃত্ত, এলজিইডি, ডিপিএইচই এবং ইউজিডিপি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন অফিসার কাওছার আলী, নির্বাচন অফিসার রাজু আহমেদ প্রমূখ।