আদমদীঘির প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসে ফিরে উচ্ছসিত শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০১:৩৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
বগুড়ার আদমদীঘি উপজেলার ৯৮ টি প্রাথমিক বিদ্যালয় থেকে গতকাল ক্লাস কার্যক্রম শুরু হয়েছে।বেশ কয়েকদিন পর ক্লাসে ফিরে উচ্ছসিত শিক্ষার্থীরা।চলমান পরিস্থিতির পর প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রাণালয়ের নির্দেশে আজ থেকে দেশের অনান্য স্থানের মতো আদমদীঘিতেও প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরু হয়েছে। গত মঙ্গলবার প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রাণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিত রায় স্বাক্ষরিত অফিস আদেশে ক্লাস চালুর এ
নির্দেশনা দেওয়া হয়। গত (বুধবার) ১৪ আগষ্ট উপজেলার ৯৮ টি প্রাথমিক বিদ্যালয়ে খুশিমনে ক্লাসে ফিরেছে শিশু শিক্ষার্থীরা।উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ঘুরে দেখা গেছে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীর উপস্থিতি সন্তোষজনক। বিদ্যালয়ের
প্রধান শিক্ষকরা জানান, স্কুল খোলা ও ক্লাসে উপস্থিতির বিষয়ে বিভিন্ন স্কুলের শিক্ষক ও অভিভাবকরা জানিয়েছেন।( সান্তাহার এস,এম, একাডেমির) সুন্দর মাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ খোরসেদা খানম জানান গত ৬ আগষ্ট থেকে স্কুল খোলা থাকলেও শ্রেনী কার্যক্রম ছিল না। গত বুধবার থেকে শ্রেনী কার্যক্রম শুরু হয়েছে। ক্লাস হচ্ছে। শিক্ষার্থী উপস্থিতি মোটমুটি সন্তোজনক। বিদ্যালয়ের সামনে অপেক্ষামান কয়েকজন অভিভাবক জানান আমরা আমাদের সন্তানদের স্কুলে নিয়ে এসেছি। স্কুল খোলায় বাচ্চারা ও আমরা খুশি। বেশ কিছুদিন পর ওরা বন্ধুদের সাথে দেখা পেয়ে এবং স্কুলে আসতে পেরে খুশি। উপজেলা শিক্ষা অফিসার মোঃআব্দুর রহিম প্রধান জানান মন্ত্রাণালয়ের নির্দেশে উপজেলার ৯৮টি প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে পাঠদান শুরু হয়েছে। এ বিষয়ে
প্রধান শিক্ষকদের নির্দেশনা পালনের জন্য অবগত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রেজোয়ান হোসেন জানান, স্কুল আমাদের ৬ আগষ্ট থেকেই খোলা ছিল। তবে শিক্ষা মন্ত্রাণালয়ের নির্দেশমত গতকাল (বুধবার) থেকে শ্রেনী কার্যক্রম পুরোপুরি শুরু হয়েছে।