সংবাদ শিরোনাম ::
আদমদীঘিতে ভিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি:
- আপডেট সময় : ০৬:৪৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ৩৫ বার পড়া হয়েছে
- ভারতের মুম্বাইয়ে পুরোহিত রামগিরি ও মন্ত্রী নিতেশ রানে কর্তৃক ইসলাম ধর্ম এবং রাসুলল্লাহ (সাঃ) এর অবমাননার প্রতিবাদে বগুড়ার আদমদীঘি উপজেলার সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (৩ অক্টোবর) বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সদরের আদমিয়া ফাজিল মাদ্রাসার ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থী আব্দুল বারিক, শিক্ষার্থী আব্দুল আহাদ, তালহা জুবায়ের, আব্দুস সোবহান, সুমন পারভেন, নাঈম, সাদিক, মেহেদী, অন্তর, হানজেলা, মাসুম, ফাহিম, তাহমিদ আহম্মেদ প্রমূখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে ভারতীয় হাই কমিশনারকে ডেকে এই ঘটনার জন্য ভারত সরকারকে দুঃখ প্রকাশ করার আহ্বান জানানো হোক। বক্তারা আরো বলেন, রাসূল সালল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটুক্তির প্রতিবাদে মৃত্যুদন্ডের বিধান রেখে আইন পাস করা হোক।